সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হতে চলেছে ২০২৪। আর সেই সঙ্গে দাঁড়ি পড়েছে এমন কয়েকজনের কেরিয়ারে, যাঁদের হাত ধরে নতুন ইতিহাস তৈরি হয়েছিল ক্রিকেটে। ব্যাটে-বলে যাঁরা জিতে নিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়। দীর্ঘদিন ধরে ক্রিকেট মাঠে দাপট দেখানোর পর ২০২৪ সালকেই তাঁরা বেছে নিয়েছেন, ব্যাটে-বলের লড়াইকে আলবিদা জানানোর জন্য। একনজরে দেখে নেওয়া যাক, এই বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন কারা।
প্রথমেই থাকবে রবিচন্দ্রন অশ্বিনের নাম। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আচমকা অবসর ঘোষণা করেন তারকা স্পিনার। ২০১০ থেকে দীর্ঘ ২৪ বছর ভারতের জার্সিতে খেলেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতেছেন। একমাত্র ভারতীয় তারকা হিসেবে চারবার একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন তিনি। পাঁচদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়ার রেকর্ডও তাঁর ঝুলিতেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও ক্লাব স্তরে খেলবেন অশ্বিন।
ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঋদ্ধিমান সাহাও। জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলতেন। কিন্তু ক্রিকেটার হিসাবে জীবনের শেষ মরশুমটা বাংলার জার্সিতে মাঠে নামতে চান তিনি। নভেম্বর মাসে আচমকাই জানিয়ে দেন, ঘরোয়া ক্রিকেটে এবারের মরশুমই তাঁর শেষ। বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করে ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।
২০২৪ সালে অবসরের খাতায় নাম লিখিয়েছেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেটের গব্বর আগস্ট মাসে অবসর ঘোষণা করেন। ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলে থামলেন আগ্রাসী মেজাজে ব্যাট করা ওপেনার। এছাড়াও জুন মাসে অবসর ঘোষণা করেন দীনেশ কার্তিক। নিজের জন্মদিনেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
এই চার ভারতীয় ক্রিকেটার পুরোপুরিভাবে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এছাড়াও রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-২০ থেকে। আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে অবশ্য টি-২০তে খেলতে পারেন তাঁরা।
ভারতীয়রা ছাড়াও ২০২৪ সালে অবসর নিয়েছেন কিংবদন্তি ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসের মাঠে খেলে ক্রিকেটকে বিদায় জানান তিনি। এছাড়াও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার সবধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন চলতি বছরে। সিডনিতে পিঙ্ক টেস্ট খেলেই ক্রিকেটকে আলবিদা জানান তিনি। নিউজিল্যান্ডের দুই বিধ্বংসী পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলিও এবছরই সবধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। পাকিস্তানের মহম্মদ আমের, ইমাদ ওয়াসিমও অবসর নিয়েছেন। একই সিদ্ধান্ত নিয়েছেন
অবসর নেওয়া ক্রিকেটারদের তালিকায় অন্যতম সংযোজন শাকিব আল হাসান। ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে আচমকাই তিনি জানান, অবসর নিচ্ছেন টি-২০ থেকে। আর দেশের মাটিতে একটি টেস্ট খেলে বিদায় জানাবেন লাল বলের ক্রিকেটকে। যদিও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আর দেশের মাটিতে খেলা সম্ভব হয়নি তাঁর। হয়তো আর বিদায়ী টেস্ট খেলতে পারবেন না শাকিব। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে পুরোপুরিভাবে বিদায় জানাবেন ক্রিকেটকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));