আচমকাই হাজির অনুষ্কা, বিদেশের মাটিতে ম্যাচের পর হোটেল রুমে এ কি করছেন বিরাট?


বিরাট কোহলি কি অস্ট্রেলিয়ার মাটিতেই অবসর নেবেন? এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট অলিন্দে। দীর্ঘদিন বড় রানের মধ্যে ছিলেন না। পারথ টেস্টে দূরন্ত শতরান করেছেন। মনে হয়েছিল, বিরাটের হয়তো প্রত্যাবর্তন হল। কিন্তু পরের তিন ইনিংসে বিরাটের ব্যাটে চরম ভরাডুবি দেখেছে ক্রিকেট দুনিয়া। সিরিজ এখন ১-১, হাতে মেলবোর্ন এবং সিডনি। এই দুই টেস্টে বিরাট যদি রানে না ফিরতে পারেন, অনেক কিছুই ঘটতে পারে। ব্যর্থতা বিরাটকে কতটা ভেঙে চুরে দেয়? বরুণ ধাওয়ান এক অচেনা বিরাটের খোঁজ দিয়েছেন। যা জেনে হতবাক হয়ে গিয়েছেন বিরাট ভক্তরা। বলিউডের সুপারস্টার কী এমন বললেন?

ইংল্যান্ড বরাবরই বিরাটের কাছে কঠিন ঠাঁই হয়ে থেকেছে। ২০১৪ সালের সফরে বিরাট জঘন্য পারফর্ম করেছিলেন। পরের সফরেও বিরাটের ব্যটে দারুণ কিছু কখনই দেখা যায়নি। ওই ইংল্যান্ডেই বিরাটকে ভেঙে পড়তে দেখেছিলেন অনুষ্কা শর্মা। বলিউডের অভিনেত্রী তখন ইংল্যান্ডে গিয়েছেন ছবির শুটে। ওদিকে ভারত খেলছিল এজবাস্টন টেস্ট। অনুষ্কা লন্ডনে পা রেখেই জেনেছিলেন ভারত হেরে গিয়েছে। দ্রুত টিম হোটেলে গিয়ে অবাক করা দৃশ্যের সাক্ষী হয়েছিলেন বিরাটের স্ত্রী। আর সেই গল্পই তিনি এক সময় করেছেন বরুণকে।

একটি পডকাস্টে বরুণ খোলামেলা আলোচনায় অনুষ্কার সেই গল্প তুলে ধরেছেন। কী ঘটেছিল সেদিন? বরুণের কথায়, “বিরাট সবরকমের পরিস্থিতি দিয়ে গিয়েছেন। যখন তিনি ফর্মে ছিলেন না তখনও। অনুষ্কা সে সব দিনের অনেক স্মৃতিই আমার সঙ্গে ভাগ করে নিয়েছে। আমার মনে আছে এটা টেস্ট ম্যাচ ছিল, ভারত ম্যাচ হেরে যায়। অনুষ্কা তখন সেখানে উপস্থিত ছিল না। এরপর মুহূর্তে সেখানে পৌঁছে সে খুঁজতে থাকে বিরাট কোথায়? এরপর হোটেলের ঘরে গিয়ে অনুষ্কা লক্ষ্য করে হাউহাউ করে কাঁদছে বিরাট। সব সময় বিরাট সমস্ত দায় নিজের ওপর নিয়ে থাকে। ‘আমি পারলাম না’– সর্বোচ্চ রান করেও এই অনুভূতি তাঁর। এদিকে তিনি ক্যাপটেন।”



Leave a Reply