সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের বাবা। তারপর থেকেই প্রবল বিতর্ক শুরু হয় তারকা স্পিনারের অবসর নিয়ে। শেষ পর্যন্ত বিতর্ক থামাতে আসরে নামতে হল স্বয়ং অশ্বিনকে। জনতার কাছে তাঁর অনুরোধ, ‘আমার বাবাকে ছেড়ে দিন।’
বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে। হঠাৎ করে এইভাবে অবসর নেবেন অশ্বিন, সেটা আন্দাজ করতে পারেননি কেউই।
ছেলের এহেন সিদ্ধান্তে চমকে গিয়েছেন অশ্বিনের বাবা রবিচন্দ্রন। অবসর ঘোষণার পরের দিন তিনি বলেন, “একেবারে শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি ও অবসর নিতে চলেছে। অবসর নেওয়া একেবারেই ওর নিজস্ব সিদ্ধান্ত। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। ১৪-১৫ বছর ধরে ভারতের জার্সিতে খেলেছে, সেটা হঠাৎ পালটে গেলে শক তো লাগবেই। তবে এমন কিছু ঘটতে পারে আন্দাজ করেছিলাম। দিনের পর দিন অপমানিত হতে হচ্ছিল ওকে। আর কতদিন সহ্য করবে? তাই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”
রবিচন্দ্রনের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। এহেন পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তারকা স্পিনার। তিনি লেখেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ট্রেনিং নেই বাবার। তাঁর কথাকে এত গুরুত্ব দেওয়া হবে আমি ভাবতেই পারিনি। সকলের কাছে অনুরোধ, বাবাকে ক্ষমা করে দিন। এসব বিতর্ক থেকে রেহাই দিন তাঁকে।’ অন্যদিকে শোনা যাচ্ছে, প্রথম একাদশে জায়গা না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে অশ্বিনের কথা হয়েছিল। খেলতে না পারলে দলের সঙ্গে থাকবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন তারকা স্পিনার।