Year Ender 2024: প্যারিস প্যারাডাইস! নীরজের সঙ্গে মনুর উত্থান, অবনী সোনাতেই ‘আছেন’; আক্ষেপ বীনেশ…Image Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: বছর চারেক পর পর অনুষ্ঠিত হয় গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। এ বছর প্রেমের শহর প্যারিসে বসেছিল প্যারালিম্পিকের আসর। ভারতীয় অ্যাথলিটরা সেখানে জান-প্রাণ দিয়ে দেশকে পদক এনে দেওয়ার জন্য লড়াই করেছিলেন। প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা পদক তালিকায় ৭১ নম্বরে শেষ করেছিলেন। সেই সাফল্য আরও ছাপিয়ে গিয়েছিল প্যারালিম্পিকে। সেখানে ভারতের প্যারাঅ্যাথলিটরা ১৮ নম্বরে শেষ করেছিলেন। ২০২৮ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। তা হতে বছর চারেক দেরি রয়েছে। ২০২৪ সাল এখন শেষের পথে পা বাড়িয়েছে। এই অবস্থায় ফিরে দেখা প্যারিস অলিম্পিক ও প্যারালিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের প্রাপ্তি ও অপ্রাপ্তির ঝুলি।
প্যারিসে সোনার স্বপ্ন পূরণ হয়নি নীরজের —
টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে ক্রীড়া মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তাঁর উপর প্যারিসেও প্রত্যাশা ছিল সোনার। কিন্তু পানিপতের ছেলে তা পূরণ করতে পারেননি। পাকিস্তানের ছেলে আর্শাদ নাদিমের কাছে প্যারিসে আটকে যান নীরজ। দ্বিতীয় স্থানে শেষ করে নীরজ পান রুপো।
প্যারিস অলিম্পিকে ভারতের পদকপ্রাপ্তির হিসেবনিকেশ —
গ্রেটেস্ট শো অন দ্য আর্থে এ বছর ভারতীয় অ্যাথলিটরা আশানুরূপ পারফর্ম করতে পারেননি। প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের থেকে একডজন পদকের আশা ছিল দেশবাসীর। কিন্তু সেখান থেকে ৬টি পদক নিয়ে ভারতে ফিরতে হয়েছে দেশের অ্যাথলিটদের। সেখানে নেই একটিও সোনা। রয়েছে ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ।
প্যারিস অলিম্পিকে ভারতের কোন অ্যাথলিটরা পেয়েছেন পদক?
মনু ভাকের – শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পেয়েছেন। বিভাগ – মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল, মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল।
নীরজ চোপড়া – পুরুষদের জ্যাভলিন থ্রোতে রুপো পেয়েছেন।
সরবজোৎ সিং – তিনি মনু ভাকেরের সঙ্গে মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন।
স্বপ্নিল কুসালে – পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পেয়েছন।
আমন শেহরাওয়াত – পুরুষদের ৭৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন।
হকিতে ভারতীয় পুরুষ টিম ব্রোঞ্জ পেয়েছিল।
অল্পের জন্য সোনা হাতছাড়া বিনেশের —
প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগাট মেয়েদের ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেছিলেন। তাঁর ফাইনালে নামার আগে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার দরুণ তিনি বাতিল হয়ে যান। ফাইনালে নামতে পারলেই তাঁর হাত ধরে ভারতে রুপো আসা নিশ্চিত ছিল।
প্যারালিম্পিকে ভারতের পারফরম্যান্স —
ভারতের ৮৪ জন প্যারাঅ্যাথলিট প্যারিস প্যারালিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে ভারতীয় তারকারা ১২টি ইভেন্টে নেমেছিলেন। অবনী লেখারা, ভারতের প্রথম মহিলা অ্যাথলিট যিনি প্যারালিম্পিকে সোনা জিতে রেকর্ড গড়েছিলেন টোকিওতে, তিনি প্যারিসেও মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১-এ সোনা জিতেছেন। প্যারিস অলিম্পিক থেকে যেখানে মাত্র ৬টি পদক ভারতে এসেছিল, প্যারালিম্পিক থেকে দেশের প্যারাঅ্যাথলিটরা ২৯টি পদক জিতেছেন। পদক তালিকায় ১৮ নম্বরে শেষ করে ভারত। ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ পান অবনী, সুমিত আন্তিল, নীতেশ কুমাররা। শুটিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, আর্চারি, জুডো এই বিভাগ থেকে দেশে এসেছে পদক।