হার্ট অ্যাটাক… অবসরের পর এ কথা কেন রবিচন্দ্রন অশ্বিনের মুখে?


Ravichandran Ashwin: হার্ট অ্যাটাক… অবসরের পর এ কথা কেন রবিচন্দ্রন অশ্বিনের মুখে?Image Credit source: Ryan Pierse-ICC/ICC via Getty Images

কলকাতা: দিনদু’য়েক হল ভারতের প্রাক্তন ক্রিকেটার হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ৩৮ বছর বয়সী সিনিয়র তারকা অফস্পিনার গাব্বায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কপিল দেবের মতো কিংবদন্তির মতে, অবসরের সময় প্রাপ্য সম্মান দেওয়া হয়নি অশ্বিনকে। দেশ-বিদেশের একঝাঁক প্রাক্তন ক্রিকেটার অশ্বিনকে অবসর নেওয়ার পর আগামীর জন্য, এত বছর ভারতের জার্সিতে খেলার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এ বার অশ্বিন নিজে সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি শেয়ার করেছেন, অবসর নেওয়ার পর কারা কারা তাঁকে ফোন করেছিলেন।

১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে এখন চেন্নাইয়ে নিজের বাড়িতে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর হঠাৎ অবসর নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। তবে অশ্বিন নিজে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটকে এটাই তাঁর বিদায় জানানোর সঠিক সময় ছিল মনে হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অশ্বিন ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

এই খবরটিও পড়ুন

ব্রিসবেন থেকে রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তাঁকে বেশ কয়েকজন ফোন করেছিলেন। যা উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন অশ্বিন। তিনি এক্সে লেখেন, ‘২৫ বছর আগে যদি আমার কাছে একটা স্মার্টফোন থাকত, আর কেউ যদি বলত ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার কেরিয়ারের শেষ দিন আমার কল লগ এমনটা দেখতে হত, তা হলে হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। সচিন এবং কপিল পাজি ধন্যবাদ।’ অশ্বিনের শেয়ার করা কল লগের স্ক্রিনশটে কপিল দেব ও সচিন তেন্ডুলকরের নামের পাশাপাশি দেখা গিয়েছে তাঁর বাবার ফোনও ছিল।

Leave a Reply