ইংরেজি জানেন না? হিন্দিতে প্রেসমিট করে অজি মিডিয়ার তোপের মুখে জাডেজা!


Ravindra Jadeja: ইংরেজি জানেন না? হিন্দিতে প্রেসমিট করে অজি মিডিয়ার তোপের মুখে জাডেজা!Image Credit source: X

কলকাতা: শহরে এসে কেমন লাগছে আপনার?

মঞ্চে বসা ঝাঁকড়া চুলের ভদ্রলোক একগাল হাসি নিয়ে বলেছিলেন, ‘সিন্তিয়েন্দোসে গেনিয়াল!’ ইংরেজিতে যার তর্জমা, ফিলিং গ্রেট। বাংলায়, দারুণ লাগছে!

সে দিন ওই ভদ্রলোক, যাঁর নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা, তাঁকে বঙ্গ মিডিয়া কেন বলেনি, আপনি ইংরেজিতে বলুন! কারণ, এটাই ব্য়ক্তি স্বাধীনতা। কোন ভাষায় কে কথা বলবেন, ঠিক করবেন তিনি নিজেই। মাতৃভাষায় স্বচ্ছন্দ কেউ যদি শুধু ইংরেজি না বলে মাতৃভাষাতেই কথা বলেন, তাঁকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হবে। তা হলে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় ফুটবলার, এমনকি নেতাও এই অভিযোগে অভিযুক্ত হতে পারেন। যদি অভিযুক্ত পাল্টা প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করেন, আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন কেন, কী উত্তর হবে? সীমা লঙ্ঘনের জন্য প্রশ্নকর্তাকেই পাল্টা অভিযুক্ত হতে হবে। ঠিক যেমনটা রবীন্দ্র জাডেজার ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড় করানো উচিত অস্ট্রেলিয়া মিডিয়াকে।

এই খবরটিও পড়ুন

ক’দিন আগে নীতি, সৌজন্য জলাঞ্জলি দিয়ে মেলবোর্ন বিমানবন্দরে বিরাট কোহলির ছেলে-মেয়ের ছবি তুলে সমালোচনার মুখে পড়েছিল চ্যানেল সেভেন। পরে ‘ভুল বোঝাবুঝি’ বলে মিটমাট করে নিয়েছিল। তাতেও যে অজি মিডিয়ার শিক্ষা হয়নি, আবার প্রমাণ হয়ে গেল। আসলে মাঠের বাইরের খেলা দিয়ে ভারতীয় টিমের উপর চাপ তৈরি করতে চাইছে। যে কারণে জাডেজার ইংরেজি না বলা নিয়ে ইস্যু করার চেষ্টা করছে অস্ট্রেলিয়া।

ঘটনা হচ্ছে, মেলবোর্নে প্র্যাক্টিসের পর ছোট সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল ভারতীয় টিম। জাডেজাকে হাজির করা হয় যে প্রেসমিটে। অস্ট্রেলিয়া মিডিয়ার অভিযোগ, ইংরেজিতে উত্তর দেওয়ার বদলে হিন্দিতে উত্তর দিয়েছেন যাবতীয় প্রশ্নের। তাতেই চটে গিয়েছে অজি মিডিয়া। ভারতীয় টিমের ক্রিকেটার, এত নাম, সারা বিশ্ব ঘুরে বেড়ান, তিনি ইংরেজি জানেন না, এমন হয় নাকি, এই অভিযোগে ফুঁসছেন অস্ট্রেলিয়ান সাংবাদিকরা। জাডেজা যদি হিন্দিতে কথা বলেও থাকেন, ভুল কী করেছেন, এই প্রশ্নের উত্তরে অজি মিডিয়া কী উত্তর দেবে?

ক্লাব ফুটবলের মহাতারকা ইউরোপ রোনাল্ডো, আরব দুনিয়ার সর্বত্র খেলেছেন, খেলছেনও। তিনি ইংরেজি জানেন। কিন্তু পর্তুগিজে যদি উত্তর দেন, ভুল করবেন কি? মেসিও স্পেন, ফ্রান্স, আমেরিকায় খেলেছেন। ইংরেজি তিনিও বোঝেন। কিন্তু কথা বলতে স্বচ্ছন্দ স্প্যানিশেই। ভুল কোথায়? জাডেজাও এর ব্যতিক্রম না হলে তাঁকে অভিযুক্ত করা যায় না। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কোনও ছেলে যদি ক্রিকেট তারকা হন, তাঁকে সাফল্য দিয়েছে ক্রিকেটই, ভাষা নয়। জাডেজার হিন্দিতে সমস্যা কোথায়?

Leave a Reply