ভয়াল গরমের সতর্কতা বক্সিং ডে টেস্টে, রোহিত-কামিন্সদের ক্রিকেট উত্তাপে নিঃশেষ টিকিটও


স্টাফ রিপোর্টার: বক্সিং ডে টেস্ট শুরুর আর দিন ছ’য়েক বাকি। তার আগে মাঠের দর্শকদের জন‌্য বড়সড় সতর্কতা জারি করে দিল মেলবোর্ন কর্তৃপক্ষ।

সতর্কতা জারি করা হল, মেলবোর্নের ভয়ঙ্কর গরমের পূর্বাভাস নিয়ে। সঙ্গে একগুচ্ছ নির্দেশিকাও আগাম ধরিয়ে দেওয়া হল ক্রিকেট দর্শকদের।

হাওয়া অফিসের পূর্বাভাস যা, তাতে আগামী ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিন মেলবোর্নের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে! আর সেটা দেখেই রাতের ঘুম উড়েছে মেলবোর্ন মাঠের ক্রিকেট কর্তাদের। ইতিমধ‌্যে তাঁরা দর্শকদের উদ্দেশ‌্যে যে নির্দেশনামা জারি করেছে তা এ রকম:

১) মাঠে খেলা দেখার সময় সঙ্গে সানস্ক্রিন রাখতে হবে।
২) টুপি সঙ্গে করে আনতে হবে।
৩) পর্যাপ্ত পরিমানে জল খেতে হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটীয় প্রধান জেমস অ‌্যালসপ ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, বক্সিং ডে-তে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে বাড়তি ড্রিঙ্কস ব্রেক রাখা হতে পারে। যাতে প্লেয়ারদের খেলতে অসুবিধে না হয়। আসলে দর্শকদের নিয়ে চিন্তায় পড়া স্বাভাবিক। ঐতিহাসিক ভাবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের একটা টিকিটও পড়ে থাকে না। প্রায় এক লক্ষ দর্শক খেলা দেখতে চলে আসেন। এবারও একটা টিকিট পড়ে নেই।

‘‘আমার তো মনে হয়, রেকর্ড দর্শক থাকবেন এবারের বক্সিং ডে টেস্টে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে, গরমের হাত থেকে বাঁচার জন‌্য যথাযথ সুরক্ষার ব‌ন্দোবস্ত করে মাঠে আসবেন। যা তাপমাত্রা থাকবে ভাবছি আমরা, সেটা যদি থাকে শেষ পর্যন্ত, তা হলে প্লেয়ারদের জন‌্য অতিরিক্ত ড্রিঙ্কস ব্রেকের বন্দোবস্ত থাকবে,’’ বলে দিয়েছেন অ‌্যালসপ। ‘‘তবে মেলবোর্নে সাধারণত গরমটা বাড়ে দুপুরের পর থেকে। তাই ধরে রাখছি, প্রথম দু’টো সেশনে গরম অতটা ভোগাবে না,’’ যোগ করেছেন তিনি।
দেখা যাক, এবার কী হয়?

Leave a Reply