এবার অনুশীলনে চোট রোহিতের! বক্সিং ডে টেস্টের আগে আশঙ্কা বাড়ছে ভারতের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টের দিন চারেক আগে ফের চোট আশঙ্কা ভারতীয় শিবিরে। এবার চিন্তা খোদ অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। রবিবার সকালে অনুশীলনে হাঁটুতে আঘাত পেয়েছেন ভারত অধিনায়ক। তবে তাঁর চোট কতটা গুরুতর, সেটা এখনও স্পষ্ট নয়।

রবিবার সকালে মেলবোর্নে নেটে থ্রো-ডাউন নিচ্ছিলেন রোহিত। তখনই একটা বল বেকায়দায় তাঁর হাঁটুতে লেগে যায়। সঙ্গে সঙ্গে নেট ছেড়ে বেরিয়ে যান ভারত অধিনায়ক। অনুশীলনের সময় পাশে বসে হাঁটুতে আইস ব্যাগ লাগাতে দেখা গিয়েছে রোহিতকে। পরে আর অনুশীলনেও ফেরেননি তিনি। তবে রোহিতের চোট কতটা গুরুতর এখনও স্পষ্ট নয়। হাতে যেহেতু এখনও দিন চারেক সময় রয়েছে, তাই চোট গুরুতর না হলে মেলবোর্নে ভারত অধিনায়কের খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।

এর আগে শনিবার কেএল রাহুলকে ঘিরেও আশঙ্কার ছবি দেখা গিয়েছে মেলবোর্নে। রাহুলও সম্ভবত কবজিতে সামান্য আঘাত পেয়েছেন। শনিবারের অনুশীলনে দেখা যায়, আচমকা ডান হাতের গ্লাভস খুলে ফেলেছেন রাহুল। ফিজিও তাঁর শুশ্রূষা করছেন। রাহুল সাবলীলভাবে নিজের কবজি ঘোরাতে পারছিলেন না। বিসিসিআই এখনও রাহুলের চোট নিয়ে কোনও তথ্য জানায়নি। ফলে সেই চোট আদৌ গুরুতর কিনা সেটাও স্পষ্ট হয়নি। এরই মধ্যে রোহিতকে নিয়ে আশঙ্কা।

এ পর্যন্ত বর্ডার- গভাসকর ট্রফিতে কিছুই করতে পারেননি রোহিত। তিনটে ইনিংস খেলে রান করেছেন মাত্র ১৯। ব্যাটিং গড় ৬। তাঁর মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছিল। যদিও শনিবার নেটে রোহিতকে দেখে বেশ ভালো লাগছিল। শনিবার বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট করেছেন ভারত অধিনায়ক। বহু বল ছাড়তেও দেখা যায় তাঁকে। এরই মধ্যে চোট সংকট!

Leave a Reply