পাকিস্তান কি আদৌ নিরাপদ? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধিরা


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পক্ষে পাকিস্তান কি আদৌ নিরাপদ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে সেদেশে বিশেষ প্রতিনিধি দল পাঠাল নিউজিল্যান্ড। একাধিক শহর এবং স্টেডিয়াম ঘুরে দেখবে এই দল। তাদের ছাড়পত্র পেলে তবেই পাকভূমে খেলতে আসবে ব্ল্যাক ক্যাপস বাহিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সম্ভবত শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ছাড়া অন্যান্য দেশগুলি খেলবে পাকিস্তানের মাটিতেই। তবে সেই টুর্নামেন্টের আগে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে পাক বোর্ড। সেখানে পাকিস্তানের পাশাপাশি খেলবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তার আগেই পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছে কিউয়িদের বিশেষ প্রতিনিধি দল। নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন এবং ক্রিকেটারদের সংস্থার প্রতিনিধি ব্র্যাড রডেনকে পাঠানো হয়েছে এই দলের সদস্য হিসাবে। করাচি এবং লাহোরে গিয়ে নিরাপত্তা-সহ অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখছেন তাঁরা।

আইসিসির বিশেষ দলও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখতে পাকিস্তানে গিয়েছে। করাচি থেকে শুরু করে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যাবে তারা। যদিও পাক বোর্ডের মতে, সমস্ত বড় টুর্নামেন্টের আগেই এভাবে পরিদর্শন করতে আসে আইসিসির দল। আলাদা কোনও তাৎপর্য নেই এটার। উল্লেখ্য, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম ঢেলে সাজানো হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে। পাক মুদ্রায় অন্তত ১২০০ কোটি টাকা খরচ করা হয়েছে।

প্রসঙ্গত, সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের গ্রুপে পড়ছে পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। মেগা টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৯ মার্চ। ফাইনালের জন্য রিজার্ভ ডে-আছে। প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ হতে পারে দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল এবং ফাইনালই হবে নিরপেক্ষ ভেন্যুতে। অর্থাৎ ভারত না উঠলেও সেমিফাইনাল বা ফাইনাল পাকিস্তান পাচ্ছে না।

Leave a Reply