জামশেদপুর বধ করে দুই ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ অস্কার, আক্ষেপ সুযোগ নষ্ট নিয়ে


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত ৩-৪ গোলে জিততে পারত ইস্টবেঙ্গল। সেখানে ম্যাচের ফলাফল ১-০। ঘরের মাঠে জামশেদপুরকে হারিয়ে তাই খুশি হলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি একই সঙ্গে বলছেন দলের পারফরম্যান্সে খুশি। আবার একই সঙ্গে আক্ষেপ করছেন সুযোগ নষ্ট নিয়ে। তবে এদিন জয়ের পর আলাদা করে কোচের প্রশংসা পেলেন আনোয়ার আলি এবং ক্লেটন সিলভা।

ইস্টবেঙ্গল কোচ বলছেন, “এই ফলে আমি খুশি। দু’পক্ষের গোলের সামনেই অনেক সুযোগ তৈরি হয়েছে।” দলের ফিনিশিং নিয়ে অস্কারের বক্তব্য, আরও বেশি গোলে জেতা উচিত ছিল তাদের। বলেন, আমাদের আরও গোল করা উচিত ছিল। ম্যাচের পর দেখছিলাম, আমরা দশটা গোলের সুযোগ তৈরি করেছি। তবু বলব, সৌভাগ্যক্রমে, আজ প্রতিপক্ষের বক্সে মাথা ঠাণ্ডা রাখতে পেরেছে আমাদের ছেলেরা। আমাদের ফিনিশিংও আজ ভাল হয়েছে। তবে এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে আমাদের”

এদিন আলাদা করে লাল-হলুদ কোচ প্রশংসা করেছেন আনোয়ার আলি এবং ক্লেটন সিলভার। দলে ডিফেন্সিভ মিডিওর ঘাটতি থাকাই নিজের পজিশনের বাইরে গিয়ে খেলতে হয়েছে আনোয়ারকে। অস্কার তারকা ফুটবলারের প্রশংসা করে বলছেন, “আনোয়ার দুর্দান্ত ফুটবলার ও মানুষ। দুর্দান্ত এক টিমম্যান। ও খুব ভাল করে জানে দলের ওকে যে ভূমিকায় প্রয়োজন, ও সেটাই পালন করবে। ওকে যে পজিশনেই খেলানো হোক, ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে।”

দলের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সিলভারও প্রশংসা করছেন তিনি। লাল-হলুদ কোচ বলছেন, “দলে ওর যেটা কাজ, তাতে একটু বদল করা হয়েছে। ক্লেটন সাধারণত নাম্বার নাইনের কাজটা করত। আমাদের দলে দু’জন নাম্বার নাইন খেলছে। তবে দু’জনকেই একই জায়গায় রাখার পক্ষপাতী নই আমি। একজনকে একটু নেমে খেলতে বলি। গত দুই ম্যাচে ও নিজের ভূমিকা খুব ভাল বুঝতে পেরেছে। ক্রমশ আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ও, ছন্দেও ফিরছে। এই ক্লেটনকেই দেখতে চেয়েছিলাম আমরা।”

Leave a Reply