ভিডিও দেখেই বুমরাহ-বধের ছক তৈরি! অভিষেক হওয়ার আগেই হুঙ্কার অজি ব্যাটারের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার হয়ে এখনও অভিষেকই হয়নি। সব ঠিক থাকলে হয়তো মেলবোর্নেই প্রথম ব্যাগি গ্রিন টুপি পরে নামবেন স্যাম কনস্টাস। কিন্তু বুমরাহকে কীভাবে খেলতে হবে, তার ছক নাকি তৈরি করে ফেলেছেন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সি ক্রিকেটার। আর সেটা বুমরাহর বোলিংয়ের ভিডিও দেখেই। 

কী সেই পরিকল্পনা? সাংবাদিক সম্মেলনে এসে স্যাম সেটা অবশ্য পরিষ্কার করে জানালেন না। তিনি বললেন, “আমি তৈরি। কিন্তু কী প্ল্যান নিয়ে নামব, তা এখনই জানাতে চাই না। তবে আমি চাইব ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করতে।” কীভাবে সেটা করবেন, তার একটা আঁচ দিয়ে গেলেন স্যাম। তাঁর বক্তব্য, “খুব সহজ। নিজেকে আত্মবিশ্বাসী রাখতে হবে। বল দেখো এবং মারো।”

বর্ডার গাভাসকর ট্রফির তিন টেস্টেই ২১টা উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। এই সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। কোনও ব্যাটারই তাঁর বিরুদ্ধে সেভাবে ব্যাট খুলতে পারেননি। যখনই প্রয়োজন পড়েছে, তখনই ভারতকে উইকেট তুলে দিয়েছে টেস্টে আইসিসির এক নম্বর বোলার। আর সেখানে কনস্টাসের এখনও অভিষেক হয়নি। প্রথম তিনটি টেস্টে ন্যাথান ম্যাকসুইনি থাকলেও বাকি দুটিতে সুযোগ পেয়েছেন কনস্টাস।

ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচে বুমরাহ খেলেননি। তবে ভারতীয় বোলারের প্রশংসাও করছেন কনস্টাস। তিনি বলছেন, “আমি বুমরাহর বোলিংয়ের ভিডিও দেখেছি। বাকিরাও সকলেই বিশ্বমানের বোলার। আমি চ্যালেঞ্জের জন্য তৈরি।” বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। অর্থাৎ মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার দেখার বুমরাহকে সামলানোর কী ছক রয়েছে কনস্টাসের আস্তিনে?

Leave a Reply