আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গাব্বা টেস্টের পঞ্চম দিনের শুরুতে এর কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। দিনের খেলা শেষের ঘোষণা হতেই সাংবাদিক সম্মেলনে চমকে দেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট বিদায়ের কথা ঘোষণা করেন। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অশ্বিন সরে দাঁড়ান। ফলে স্কোয়াডেও জায়গা খালি হয়। স্পিনার হিসেবে স্কোয়াডে জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরও রয়েছেন। তবে অশ্বিনের বিকল্প হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রথম বার জাতীয় দলে ডাক পাওয়া তনুষ কোটিয়ানকে। কেন কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল নয়? সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নের মুখেই পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
অশ্বিনের মতো তনুষও অফস্পিনার-অলরাউন্ডার। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। ভারত এ দলের হয়েও খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে তনুষের। ভারত এ দলের হয়ে কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলেছেন। সেখানে ৪৪ রান এবং ১টি উইকেটও নিয়েছিলেন। সে কারণেই কি তনুষকে নেওয়া হয়েছে?
সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন, ‘মাসখানেক আগেই তনুষ এখানে এসেছিল। কুলদীপের ভিসা রেডি নেই। আমরা দ্রুত কাউকে চাইছিলাম। তনুষ প্রস্তুত ছিল, এখানে খেলেওছে। যাই হোক, ভিসার বিষয়টা মজা করলাম। তনুষ ধারাবাহিক ভালো পারফর্ম করছে। মেলবোর্ন কিংবা সিডনিতে যদি দুই স্পিনার খেলাতে হয়, আমরা একজন ব্যাক আপ চাইছিলাম।’
এই খবরটিও পড়ুন
অক্ষর প্যাটেল কিংবা কুলদীপকে কেন যোগ করা যায়নি, তার আসল কারণও খোলসা করেন রোহিত। বলেন, ‘কুলদীপের হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে, ও একশো শতাংশ ফিট নয়। অক্ষর সদ্য বাবা হয়েছে। সে কারণে ও এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চায়। তনুষই আমাদের কাছে সেরা বিকল্প ছিল।’