কলকাতা: বিরাট কোহলির রোগ কি সারবে না? বক্সিং ডে টেস্টের আগে এই প্রশ্নের উত্তর খুঁজছে ভারতীয় ক্রিকেটমহল। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বারবার আউট হচ্ছেন অজিদের দেশে। পারথে সেঞ্চুরি করেছিলেন ঠিকই, কিন্তু অন্য চার ইনিংসে ৫, ৭, ১১, ৩ করেছেন। জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক যে ভাবে আউট করেছেন তাঁকে, মনে হচ্ছে যেন প্লট সাজিয়েই মাঠে নামছেন তাঁরা। বিরাট বারবার সেই ফাঁদে পা দিচ্ছেন। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন কি মেলবোর্ন থেকে ঘুরে দাঁড়াবেন? সব কিছুর বিচারে এই টেস্ট খুব গুরুত্বপূর্ণ। বিরাট যখন প্রশ্নের মুখে, তখন ক্যাপ্টেন রোহিত শর্মা দাঁড়িয়ে পড়লেন তাঁর পাশে।
বক্সিং ডে টেস্টের আগে প্রেসমিটে রোহিতকে জিজ্ঞেস করা হয়, কেন অফস্টাম্পের বাইরের বলে বারবার সমস্যায় পড়ছেন বিরাট। রোহিত চটজলদি জবাব গিয়েছেন, ‘আপনি ওকে আধুনিক গ্রেট বলতে পারেন। আর গ্রেটরা কিন্তু নিজের সমস্যা থেকে মুক্তি বা সমাধানের রাস্তা ঠিক খুঁজে বের করে।’ বিরাট নিজেও রানে ফিরতে মরিয়া। ভারতের হাতে দুটো টেস্ট, মেলবোর্ন ও সিডনি। এই দুটো টেস্টে যদি ভারত পারফর্ম করতে না পারে, তা হলে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। একই সঙ্গে আবার বিরাট, রোহিতকে নিয়ে উঠে যাবে তীব্র প্রশ্ন। সেখান থেকে বেরোতেই বিরাট আবার ফর্ম চাইছেন শেষ দুটো টেস্টে।
এই খবরটিও পড়ুন
অস্ট্রেলিয়ার পা দেওয়ার পর থেকে রোহিতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রচুর কথা হচ্ছে। রাহুলকে ওপেনিং ছেড়ে ৬ জায়গাই বেছে নিয়েছে রোহিত। বক্সিং ডে টেস্টে কত নম্বরে ব্যাট করবেন? রোহিত বলি দিয়েছেন, ‘কে কোন জায়গায় ব্যাট করবে, সেটা আমি ঠিক করব, চিন্তার কিছু নেই। সেটা আমরা বসেই ঠিক করব। এমন নয় যে, এটা নিয়ে প্রতি প্রেস মিটে কথা বলব। কোনটা টিমের জন্য ঠিক হবে, সেটাই করব আমরা।’