পিসিবির দাবি মেনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল পাকিস্তানেই! তবে থাকছে শর্ত


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের দাবি মানা হল, আবার পাকিস্তানের দাবিও মানা হল। চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) নিয়ে সব পক্ষকেই খুশি করার চেষ্টা করল আইসিসি। হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান। সেই অনুযায়ী দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত। আবার পাক দাবি মেনে সেদেশেই একটি সেমিফাইনাল ও ফাইনাল দেওয়া হল। তবে সেজন্য শর্তও দেওয়া হচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করার ক্ষেত্রে দুটি শর্ত দিয়েছিল পাকিস্তান। এক ২০৩১ সাল পর্যন্ত কোনও আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ভারতে খেলতে আসবে না। ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্টগুলির পাকিস্তান ম্যাচও করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই শর্ত আংশিক মেনেছে আইসিসি, পুরোপুরি মানা হয়নি। ২০২৭ পর্যন্ত কোনও আইসিসি ট্রফিতেই পাকিস্তানকে ভারতে আসতে হবে না। পাকিস্তানের দ্বিতীয় শর্ত ছিল, ভারত না উঠলে সেমিফাইনাল এবং ফাইনালও করতে হবে পাকিস্তানে।

আইসিসি সেই শর্ত একপ্রকার মেনে নিল। যে সূচি আইসিসি ঘোষণা করেছে সেই সূচি অনুযায়ী, একটি সেমিফাইনাল রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ফাইনালও দেওয়া হয়েছে গদ্দাফিতেই। একটি সেমিফাইনাল দেওয়া হয়েছে দুবাইয়ে। আইসিসি জানিয়ে দিয়েছে, ভারত সেমিতে উঠলে সেটা খেলা হবে দুবাইয়ে। আর পাকিস্তান উঠলে সেই ম্যাচ খেলা হবে লাহোরে। ফাইনাল লাহোরে হওয়ার ক্ষেত্রেও একই শর্ত দেওয়া হয়েছে। ভারত না উঠলে তবেই ওই ম্যাচ হবে লাহোরে। নতুবা সেটাও হবে দুবাইয়েই।

৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এবারের টুর্নামেন্টে খেলবে মোট ৮টি টিম। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ২০২৫-এর ১৯ ফেব্রুয়ারি। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি: 

ভারত বনাম বাংলাদেশ: ২০ ফেব্রুয়ারি (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
ভারত বনাম পাকিস্তান: ২৩ ফেব্রুয়ারি (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
ভারত বনাম নিউজিল্যান্ড: ২ মার্চ (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ – (দুবাই) (ভারত উঠলে প্রথম সেমিফাইনাল খেলবে) দুপুর ২.৩০ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ  (লাহোর) (পাকিস্তান উঠলে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে)- দুপুর ২.৩০ মিনিট
ফাইনাল: ৯ মার্চ (লাহোর) (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে)- দুপুর ২.৩০ মিনিট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply