কলকাতা: ‘মোহনবাগানই আমার পরিবার, আইএসএলই উৎসব।’ বক্তার নাম আলবার্তো রডরিগেজ। স্প্যানিশ ডিফেন্ডারের এই মন্তব্য যে কোনও বাগান সমর্থককেই আরও উজ্জীবিত করে তুলবে। বড়দিনের আবহেও নিজের পরিবার ছেড়ে সবুজ-মেরুন পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন রডরিগেজ। সব ভুলে পঞ্জাব বধের লক্ষ্যে মোহনবাগান শিবির।
টানা জয়ের সরণিতে আচমকাই হোঁচট খেয়েছে মোহনবাগান। এফসি গোয়ার কাছে গত ম্যাচে হারতে হয়েছে। টেবলের শীর্ষে থাকলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু, গোয়া, মুম্বই। বক্সিং ডে-তে দিল্লিতে পঞ্জাবের বিরুদ্ধে নামবে মোহনবাগান। দলের রক্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। কোচ মোলিনা অবশ্য সমালোচনা নিয়ে মাথা ঘামাতে নারাজ। দলের উপর অগাধ আত্মবিশ্বাস।
চোটের কবলে মোহনবাগানের দুই তারকা ফুটবলার। পুলগা ভিদালদের বিরুদ্ধে দুই বিদেশিই অনিশ্চিত। দিমিত্রি পেত্রাতোস ছিটকে গিয়েছেন। গ্রেগ স্টুয়ার্টও পুরো ফিট নন। স্কটিশ মিডিও অনিশ্চিত। গোল করতে ভরসা জেমি ম্যাকলারেন, জেসন কামিংসরা। আশিক কুরুনিয়ানও চোটের জন্য ছিটকে গিয়েছেন।
এই খবরটিও পড়ুন
এদিকে ফেস মাস্ক পরে দলের সঙ্গে অনুশীলন করছেন শুভাশিস বসু। গোয়ার বিরুদ্ধে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে ট্যাকলে মুখে চোট পান। অস্ত্রোপচার দরকার। শুভাশিস এখন দল নিয়েই ভাবছেন। ৬টি সেলাই নিয়ে ফেস মাস্ক পরেই তাই অনুশীলন করছেন। পঞ্জাবের বিরুদ্ধেও খেলতে মরিয়া বাগান অধিনায়ক। গোয়া ম্যাচ ভুলে দিল্লি থেকে তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে তৈরি বাগান ফুটবলাররা। সমর্থকদের বড়দিনের উপহার দিতে চায় মোলিনার দল।
মোহনবাগান বনাম পঞ্জাব এফসি, বৃহস্পতিবার সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার