‘এমনটা না করলেই হত…’, সমালোচনায় বিদ্ধ বিরাট কোহলি!


ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বাড়তি উত্তেজনা থাকবে এমনটাই প্রত্যাশিত। অজি ক্রিকেটাররা স্লেজিংয়ে একাধিপত্য দেখাতেন। যদিও গত দু-দশকে পরিস্থিতি বদলেছে। সেটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময়েই হোক আর বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুই বর্ডার-গাভাসকর ট্রফিতেও বেশ কিছু উত্তপ্ত মুহূর্ত তৈরি হয়েছিল। তেমনই কিছু মজার কথাও। ঋষভ পন্থকে যেমন ‘বাচ্চা সামলানোর’ কথা বলেছিলেন টিম পেইন। তেমনই অজি অধিনায়ককে পাল্টা ‘অস্থায়ী ক্যাপ্টেন’ খোঁচা পন্থের। আবার বিরাট কোহলির সঙ্গে চেস্ট বাম্পও দেখা গিয়েছিল টিম পেইনের। মেলবোর্নে স্যাম কন্টাস বনাম বিরাট কোহলি এমনই মুহূর্ত তৈরি হল। যদিও নেটিজ়েনরা বিরাটকেই সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন।

মেলবোর্নে অভিষেক টেস্টেই বিধ্বংসী ব্য়াটিং ১৯ বছরের স্যাম কন্টাসের। জসপ্রীত বুমরার বোলিংয়ে তাঁর আক্রমণাত্মক ও সাহসী ব্যাটিং সকলেরই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। বুমরাকে এই সিরিজে কখনও চাপে দেখায়নি। কিন্তু কন্টাসের ব্যাটিংয়ে কিছুটা দিশেহারাই দেখিয়েছে। এর মাঝেই বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় তরুণ ক্রিকেটারের।

এই খবরটিও পড়ুন

ওভারের মাঝের সময়ে ওপেনিং সঙ্গী উসমান খোয়াজার সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন স্যাম। উল্টোদিক থেকে আসছিলেন বিরাট কোহলি। মাঝ পিচে স্যামের কাঁধে বিরাটের কাঁধ! ঠান্ডা চাহনিও দেন বিরাট কোহলি। বিরাটের আগ্রাসী মনোভাব নতুন নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও বলে থাকেন, বিরাটের আচরণ ঠিক অস্ট্রেলিয়ানদের মতোই। তবে এ ক্ষেত্রে সমালোচনায় পড়তে হচ্ছে। মাত্র ১৯ বছরের এক তরুণ ক্রিকেটারের সঙ্গে সুপারস্টার বিরাট কোহলি এমনটা না করলেই পারতেন। সোশ্যাল মিডিয়ায় যেমন এই ধরনের মন্তব্য উঠে আসছে, তেমনই ধারাভাষ্যকারদের মধ্যেও।



Leave a Reply