সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট প্রায় চার বছর ধারাবাহিকভাবে রান নেই বিরাট কোহলির ব্যাটে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছেন বটে কিন্তু তারপর থেকে আবারও খরা। কেন ধারাবাহিকভাবে রান আসছে না? বিরাট মেনে নিচ্ছেন, তাঁর নিজের ভুল হচ্ছে। ব্যাটিংয়ে শৃঙ্খলার অভাব দেখা দিচ্ছে। ক্রিজে পড়ে থাকার জন্য যে লড়াকু মানসিকতার দরকার কোথাও সেখানে ঘাটতি পড়ে যাচ্ছে।
মেলবোর্নে বক্সিং ডের মহারণের আগে সম্প্রচারকারী সংস্থার তরফে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিরাটকে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন করেন। বলা ভালো, একপ্রকার চেপে ধরেন। তাতে কোহলির বক্তব্য, “যেভাবে চেয়েছিলাম শেষ দু-তিনটে ইনিংসে সেভাবে খেলতে পারিনি। পিচে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারিনি। আসলে এটাই টেস্ট ক্রিকেটের আসল চ্যালেঞ্জ।” বিরাট বলেন, “আমার ভাবনাটা হল পিচে থিতু হও। সেজন্য যত বল লাগে লাগুক। তবে পরিস্থিতিকে সম্মান করাটা জরুরি।”
The Virat Kohli interview at the MCG with Ravi Shastri. pic.twitter.com/3jU6dBSL9e
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 25, 2024
চলতি সিরিজে রান না পাওয়ার জন্য ঘুরিয়ে পিচকেও খানিকটা দোষারোপ করেছেন কিং কোহলি। তিনি বলছিলেন, “আসলে এবারে অস্ট্রেলিয়ার পিচগুলো আগের তুলনায় অনেক জীবন্ত। এখানে অন্যরকমভাবে ব্যাট করা দরকার। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই আপনি যখন দেশের হয়ে খেলেন একটা প্রত্যাশা থাকে। আমি যেহেতু এতদিন ধরে খেলছি আমার প্রতি প্রত্যাশা বেশি। সেসব নিয়ে ভাবতে গেলেই সমস্যা বাড়ে। আমি বরাবর ক্রিকেটীয় শৃঙ্খলায় বাড়তি নজর দিই। আর সেটাই আমাকে সাফল্য এনে দেয়। তবে এটা নিয়েই আমি গর্ববোধ করি।”
উল্লেখ্য, ২০২০ সালের পর কিং কোহলি ৫৬ ইনিংসে মাত্র ১৯৬৪ রান করেছেন। গড় মাত্র ৩১.৬৭। কোহলি যে মানের ক্রিকেটার সেই হিসাবে এটা একেবারেই নগণ্য। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেও কথা বলছে না বিরাটের ব্যাট। পারথে সেঞ্চুরির পর শেষ ৩ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ২১ রান। প্রথম ২০-৩০ রান না আসা পর্যন্ত বেশ চাপে থাকছেন বিরাট। একটা সময় বিরাট শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতেন। কিন্তু এখন ২০-৩০ রান পেরোলে আত্মবিশ্বাস পাচ্ছেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));