পিছিয়ে পড়েও কামব্যাক, ভাঙাচোরা দল নিয়েই পাঞ্জাব বধ মোহনবাগানের


পাঞ্জাব এফসি: ১ (রিকি)
মোহনবাগান: ৩ (আলবার্তো-২, ম্যাকলারেন-পেনাল্টি)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট-আঘাতে জর্জরিত দল। প্রথম একাদশের তিন তারকা গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়ানকে পাননি হোসে মোলিনা। কিন্তু রিজার্ভ বেঞ্চও যে অ্যাওয়ে ম্যাচে অনায়াসে ম্যাচ জেতাতে পারে, সেটাই লক্ষ্মীবারে প্রমাণ করে দিল মোহনবাগান। এক গোলে পিছিয়ে পড়েও পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক কামিংসদের। আর সেই সৌজন্যেই তিন পয়েন্ট তুলে নিয়ে লিগ তালিকার শীর্ষস্থানটি ধরে রাখল সবুজ-মেরুন ব্রিগেড।

পাঞ্জাব গত দু’ম্যাচে পয়েন্টের মুখ দেখেনি। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে আক্রমণাত্মক ভঙ্গিতেই শুরুটা করে তারা। ১২ মিনিটেই আসে সাফল্য। সবুজ-মেরুনের ডিফেন্স চিড়ে একা বল নিয়ে এগিয়ে গিয়ে দুরন্ত গোল করেন রিকি সাবং। প্রথমার্থে চেষ্টা করেও গোল শোধ করতে পারেননি ম্যাকলারেনরা। অচল উইংয়ে উলটে খেলা একেবারে ফিকে লাগে তাঁদের। তবে ছবিটা ১৮০ ডিগ্রি ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। আলবার্তো রডরিগেজের হেডে সমতায় ফেরে মোহনবাগান। ম্যাচের শেষ গোলটিও আসে তাঁর পা থেকেই। তবে তার আগেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার কাজটি সেরে ফেলেন ম্যাকলারেন।

স্টুয়ার্ট-পেত্রাতোসের অনুপস্থিতিতে প্রত্যাশিতভাবেই এই ম্যাচে শুরু করেন জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস জুটি। তবে এফসি গোয়া ম্যাচে বাঁ চোখের পাশে চোট পেয়েছিলেন অধিনায়ক শুভাশিস বসু। ফেস মাস্ক পরে করেছিলেন অনুশীলন। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে খেলা নিয়ে সামান্য সংশয় ছিল। যদিও এদিন প্রথম থেকেই মাঠে নামেন তিনি। অনুশীলনে চোট পাওয়া মনবীর সিংকেও খেলান কোচ। যদিও শেষ মুহূর্তে গোলের সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভারতীয় স্ট্রাইকার। তবে ততক্ষণে যেন তিন পয়েন্ট নিশ্চিতই করে ফেলেছিল মোহনবাগান। এই জয়ে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বরেই রইল মোলিনার দল। ২ নম্বরে থাকা বেঙ্গালুরুর সঙ্গে আরও খানিকটা বাড়ল ব্যবধান। উলটো দিকে হারের যন্ত্রণার সঙ্গে ভিদালের লাল কার্ড পাঞ্জাবকে আরও খানিকটা চাপে ফেলে দিল।

Leave a Reply