কত ডেলিভারি পর টেস্টে বুমরার বোলিংয়ে ছয়? বছরের নিরিখে প্রায় চার!


টেস্ট ক্রিকেটে এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। তাঁর বিরুদ্ধে কেউ এমন ব্যাটিং করতে পারেন, এ যেন অবিশ্বাস্য। তিন ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা। তাঁর বিরুদ্ধে রান তোলার জন্য হা-পিত্যেশ করেন প্রতিপক্ষ ব্যাটাররা। ভারত-অস্ট্রেলিয়া প্রথম তিন টেস্টেই একটা কমন চিত্র দেখা গিয়েছে। অজি ব্যাটাররা কোনওরকমে বুমরার স্পেল সামলে দিতে চাইছিলেন। টার্গেট ছিলেন বাকিরা। কিন্তু বক্সিং ডে টেস্টে বীরেন্দ্র সেওয়াগের মতো ব্যাটিং ১৯-এর তরুণ স্যাম কন্টাসের। বুমরার বোলিংয়ে টেস্ট ক্রিকেটে ছয়! এমন অবিশ্বাস্য দৃশ্য মেলবোর্নে।

দীর্ঘ ফরম্যাটের কেরিয়ারে ঠিক কতগুলো ছয় খেয়েছেন জসপ্রীত বুমরা? বক্সিং ডে টেস্টের আগে অবধি সংখ্যাটা ছিল মাত্র সাত! বুমরার বোলিংয়ে ছয় মারা কতটা দুঃসাহসী কাজ এই পরিসংখ্যানই যেন তার প্রমাণ। ২০২১ সালে সিডনি টেস্টে অর্থাৎ ভারতের গত অস্ট্রেলিয়া সফর। জসপ্রীত বুমরার বোলিংয়ে ছয় মেরেছিলেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। এরপর থেকে বুমরার বোলিং পরিসংখ্যানে ৬-এর পাশে শূন্যই থেকেছে। কিন্তু সেই রেকর্ড ভাঙল মেলবোর্নে।

এই খবরটিও পড়ুন

ইনিংসের শুরু থেকেই জসপ্রীত বুমরার বোলিংকে টার্গেট করেন কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা স্যাম কন্টাস। প্রথম দুটি রিভার্স ব়্যাম্পে ব্যর্থ। স্কুপও ট্রাই করেন। তৃতীয় চেষ্টায় অবশেষে বাউন্ডারি। চতুর্থ বার ছয়! ২০২১ সালের পর টেস্টে ছয় খেলেন জসপ্রীত বুমরা। ডেলিভারির হিসেব ধরলে অন্তত ৪২০০ ডেলিভারি পর! একটাতেই থামেননি কন্টাস। হাফসেঞ্চুরির ইনিংসে বুমরার বোলিংয়ে দুটো ছয়! দ্বিতীয়টি লং অন বাউন্ডারিতে। প্রথম স্পেলে ৬ ওভারে ৩৮ রান জসপ্রীত বুমরার বোলিংয়ে। যা অবিশ্বাস্য।



Leave a Reply