ভিডিয়ো: সাহস নাকি দুঃসাহস! বুমরাকে যে ভাবে চ্যালেঞ্জ ছুড়লেন অজি তরুণ…


সাহস নাকি দুঃসাহস! শুরুতে এই নিয়েই চর্চা চলছিল। চারিদিকে হাসির রোলও! তবে তৃতীয় চেষ্টায় সাফল্য পেতেই স্যাম কন্টাসকে নিয়ে হইচই। বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনারশিপ কী হবে? উসমান খোয়াজা ছিলেন। তাঁর সঙ্গী হওয়ার দৌড়ে ছিলেন চার জন। অবশেষে সুযোগ দেওয়া হয়েছিল নাথান ম্যাকসোয়েনিকে। ভারত এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন ম্যাকসোয়েনির ব্যাটিং নজর কেড়েছিল অজি নির্বাচকদের। কিন্তু তিন ম্যাচ পরই সিদ্ধান্ত বদল। আর নতুন প্লেয়ারকে নিয়ে হইচই।

সিরিজের শুরু থেকেই স্যাম কন্টাসকে খেলানো নিয়ে তর্ক-বিতর্ক চলছিল অস্ট্রেলিয়ায়। মাত্র ১৯ বছর। এরকম হাইভোল্টেজ সিরিজে ফায়ারিং স্কোয়াডের সামনে ফেলে দেওয়া ঠিক হবে কি না এই নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের নানা মত ছিল। ম্যাকসোয়েনি তিন টেস্টেই ব্যর্থ হওয়ার পর তাঁর পরিবর্তে টিমে যোগ করা হয় সেই স্যাম কন্টাসকেই। প্যাট কামিন্স টস জিতে ব্যাটিং নিতেই নজর ছিল তরুণ ওপেনারের দিকে।

এই খবরটিও পড়ুন

অস্ট্রেলিয়ার দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে টেস্ট অভিষেক। ইনিংসের তৃতীয় ওভারেই বুমরার বোলিংয়ে রিভার্স ব়্যাম্প শট খেলেন স্যাম কন্টাস। যদিও ব্যাট ছোঁয়াতে পারেননি। মাঠে যেমন সকলেই হাসিতে ফেটে পড়েন তেমনই জসপ্রীত বুমরার বিরুদ্ধে কেরিয়ারের শুরুতেই এমন শট খেলা নিয়ে গাভাসকর, গিলক্রিস্টের মতো ধারাভাষ্যকাররাও বলতে থাকেন, ইনিংসের শুরুতে এমনটা না করলেই ভালো।

স্যাম অবশ্য থামেননি। ফের একই শট চেষ্টা করেন, আবারও ব্যর্থ হন। অবশেষে তৃতীয় চেষ্টায় সেই শটেই বাউন্ডারি পারেন। এরপর একটি ব়্যাম্প শটও খেলেন। বিশ্বের এক নম্বর বোলারের বিরুদ্ধে স্যামের ‘সাহস’ নিয়ে আলোচনা তুঙ্গে।



Leave a Reply