ফর্মে ফিরতে টিম কম্বিনেশনই বদলে ফেলেছেন। বাদ পড়েছেন শুভমন গিল। টিমে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে যোগ করা হয়েছে। ভারতীয় টিমের পক্ষ থেকে একাদশের যে তালিকা দেওয়া হয়েছিল, সেখানে ওপেনিং স্লটে ছিল লোকেশ রাহুল-যশস্বী জয়সওয়ালের নামই। রোহিত ছিলেন তিনে। যদিও পরিকল্পনা বদল হয়। যশস্বীর সঙ্গে ওপেনিংয়ে ফেরেন রোহিত শর্মা। তাতেও ফর্মে ফেরা হল না। হাফ পুল শটে ৫ বলেই শেষ তাঁর ইনিংস। মাত্র ৩ রান। ক্যাপ্টেনের পারফরম্যান্স মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ভুগতে হচ্ছে টিমকেও।
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে ৪৭৪ রান। জবাবে চা বিরতির ঠিক আগে দ্বিতীয় উইকেট হারায় ভারত। দুর্দান্ত একটা জুটি গড়ার পর কামিন্সের বলে আউট লোকেশ রাহুল। এই সিরিজে ওপেন করে আসছিলেন। হঠাৎ ব্যাটিং অর্ডারে পরিবর্তন। তাতেও অবশ্য রাহুলকে দুর্দান্ত ফর্মেই দেখিয়েছে। বিরতির ঠিক আগে মনোসংযোগে ব্যাঘাত।
ভারতীয় টিমের মূল অস্বস্তি রোহিতই। ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন, ব্যাটেও রান নেই। তার উপর টিম এবং ব্যাটিং অর্ডার ঠিক করতে এমন সিদ্ধান্ত। এটাই যে রোহিতের শেষ সিরিজ হতে পারে, তেমনই আশঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিতের উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে ভারত। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। চা বিরতির আগে শেষ ডেলিভারিতে রাহুলের উইকেট। ৫১-২ স্কোর ভারতের। নজরে এ বার বিরাট কোহলি। অজি সংবাদমাধ্যমে এখন ভিলেন। ব্যাট হাতেই জবাব দেওয়ার পালা।
Indian skipper Rohit Sharma is gone for just three runs! #AUSvIND pic.twitter.com/m1fLiqKLO7
— cricket.com.au (@cricketcomau) December 27, 2024