বিরাট কোহলিকে জাদু কি ঝাপ্পি! বিদ্রুপ নয়, মেলবোর্নে শুধু ভালোবাসা…


স্যাম কন্টাসের সঙ্গে ‘ধাক্কা’র জেরে বিরাট কোহলিকে নিয়ে প্রবল সমালোচনা চলছিল। এমনকি গ্যালারি থেকে বিরাটকে বিদ্রুপও করা হয়। মেলবোর্নে নতুন দিন সব যেন নতুন। কোনও একটা বিশেষ পরিস্থিতিতে এমন ঘটনা হয়েই যায়, সেটাকে বেশি দূর টেনে নিয়ে না যাওয়াই শ্রেয়, সমর্থকরাও বোধ হয় সেটাতেই সায় দিচ্ছেন। অজি তরুণ স্যাম কন্টাসও এই ঘটনা নিয়ে বলেছিলেন, মাঠের ঘটনা মাঠেই ছেড়ে এসেছেন। বিরাট কোহলিকে অবশ্য অন্য অস্বস্তিতে পড়তে হল মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন। ভালোবাসার অস্বস্তি!

ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। মেলবোর্নের কড়া নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেট প্রেমী। রুদ্ধশ্বাস দৌড়। বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন। নিরাপত্তা কর্মীরা অবশ্য দ্রুতই তাঁকে ধরে ফেলে মাঠের বাইরে নিয়ে যায়। অজি ইনিংসের ৯৭তম ওভারের ঘটনা। স্টিভ স্মিথের অনবদ্য ব্যাটিংয়ে এমনিতেই অস্বস্তিতে ছিল ভারত। এই ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও মনোসংযোগ নষ্ট হয়।

শুধু মাঠে ঢুকে পড়ার ঘটনাই নয়, গ্যালারি থেকেও যে ভাবে বিরাট ধ্বনি, আব্দার উঠল, তা আর অস্বস্তি নয়। বরং একটা ফিলগুড পরিবেশ। বিরাট কোহলির যেন দায়িত্ব বাড়ল। স্টিভ স্মিথ যেমন সেঞ্চুরি করে বিনোদন দিয়েছেন। বিরাটের ব্যাটও এমন প্রত্যাশা। পারথের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর ব্যাট হাতে আর ভালো পারফরম্যান্স নেই। মেলবোর্নে পরিস্থিতি ব্যাটারদের পক্ষেই। তার আগে অবশ্য অস্ট্রেলিয়াকে অলআউট করতে হবে। অস্ট্রেলিয়ার ইনিংস ক্রমশ বড়ই হয়ে যাচ্ছে।



Leave a Reply