রোহিত শর্মাও কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন? ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা


Rohit Sharma: রোহিত শর্মাও কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন? ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা
Image Credit source: Getty Images

কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) হলটা কী? ফ্যানেদের মধ্যে এটা নিয়েই জোর আলোচনা। বর্ডার গাভাসকর ট্রফির যে কটি টেস্টে খেলেছেন, তার এক ইনিংসেও ভরসা দিতে পারছেন না রোহিত। পারথ টেস্ট তিনি খেলেননি। নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি। অ্যাডিলেডে দুই ইনিংসে তিনি করেন ৩ ও ৬ রান। এরপর ব্রিসবেনে ১০ রান করেছিলেন রোহিত। এ বার এমসিজিতে ভারতের প্রথম ইনিংসে ৩ রান করে আউট হয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। এমসিজিতে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত। হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। এরপর তাঁর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নিয়ে চলছে জোর জল্পনা। ফ্যানেরা বলাবলি শুরু করেছেন যে, রোহিত শর্মাও কি অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন?

নেটদুনিয়ায় রোহিত শর্মার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে ভারতীয় টিমের ডাগআউটে বসে রয়েছেন রোহিত শর্মা। সেই সময় তাঁর পাশেই ছিলেন বিরাট কোহলি। কিছু একটা স্প্রে করছিলেন কোহলি নিজের ঘাড়ে। সেই ভিডিয়োতে শুনতে পাওয়া যায় যে রোহিতকে ডাকছেন তাঁর এক ভক্ত। অন্যান্য সময় ভক্তদের ডাকে হাসিমুখে সাড়া দেন রোহিত। কিন্তু মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন দেখা গেল উল্টো ছবি। রোহিতকে ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, সানগ্লাস খুলে চোখ মুছতে। এরপরই তাঁর ভক্তদের প্রশ্ন, রোহিত কি কাঁদছিলেন? সঠিক উত্তর কিন্তু নেই।

এই খবরটিও পড়ুন

অস্ট্রেলিয়ার মাটিতে চলতি টেস্ট সিরিজে একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা। লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি ভেঙে তিনি নিজে ওপেনিংয়ে ফেরার পর ব্যর্থ হলেন। তাই অনেকেই তাঁর অবসরের দাবিও তুলেছেন। এ বছর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত। এ বার কি টেস্টও ছেড়ে দেবেন? নাকি পুরো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন? গাব্বা টেস্টের পর রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি হঠাৎ করেই অবসরের কথা ঘোষণা করেছিলেন। রোহিতও কি তেমনই পরিকল্পনা করছেন? মেলবোর্ন টেস্টের পর যদি রোহিত সত্যিই অবসর ঘোষণা করেন, তা হলে এই পরিস্থিতিতে হয়তো অনেকেই অবাক হবেন না।



Leave a Reply