‘ওয়েল বোল জসসি…’, বুমরাকে কুর্নিশ অজি কিংবদন্তির


স্টাম্প মাইকে অনেক সময়ই মজার কিছু কথা ধরা পড়ে। তেমনই ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন। স্ট্রাইকে অস্ট্রেলিয়ার বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার স্টিভ স্মিথ। ক্রমশ সেঞ্চুরির দিকে এগচ্ছিলেন। বোলিংয়ে আকাশ দীপ-জসপ্রীত বুমরা। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত অনবদ্য কিছু ডেলিভারি করেন। তেমনই স্টিভ স্মিথও দুর্দান্ত কিছু শট খেলেন। বুমরা বনাম স্মিথের ব্যাট-বলের লড়াইটা দুর্দান্ত জমে উঠেছিল। তাতেই স্টাম্প মাইকে ধরা পড়ল, ‘ওয়েল বোল জসসি’।

স্মিথ অফ সাইডের দুর্দান্ত ব্যাটার। তেমনই বল ছাড়ার দিক থেকেও। এ দিন ব্যাকফুট পাঞ্চে অফসাইডে চোখ ধাঁধানো বাউন্ডারি মারেন স্টিভ স্মিথ। তেমনই বেশ কিছু ডেলিভারিতে স্টিভ স্মিথকে অফস্টাম্পের বাইরে বিট করেন বুমরা। অল্পের জন্য আউট সাইড এজ মিস হয়। একটি ডেলিভারি স্মিথের ব্যাক লেগেও লাগে। যদিও ইমপ্যাক্ট অফস্টাম্পের বাইরে। বুমরার বোলিংকে কুর্নিশ জানিয়েই স্টিভ স্মিথের সেই কথা।

এই খবরটিও পড়ুন

সার্বিক ভাবে বললে, প্রথম ঘণ্টায় ভারতের বোলিং-ফিল্ডিং অস্বস্তির। একঝাঁক লেগ বাই, নো বল। পরিকল্পনাহীন ফিল্ড প্লেসমেন্ট। কোনও সুযোগ তৈরি হয়নি স্টিভ স্মিথ-প্যাট কামিন্স জুটি ভাঙার। প্রথম ঘণ্টায় ভারতের প্রাপ্তির ঝুলি শূন্য। বরং স্টিভ স্মিথের সঙ্গে স্কোর বোর্ড সচল রেখে গেলেন প্যাট কামিন্স। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪০০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। ভারতের পরিকল্পনায় যেন কোনও বিকল্প নেই!



Leave a Reply