‘তারকা পুজো…’, রোহিতের সিদ্ধান্তকে তুলোধনা প্রাক্তনের


ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজে ওপেনিংয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার লোকেশ রাহুল। দু-দল মিলিয়ে। পারথ থেকে ব্রিসবেন, ওপেনিংয়ে ভরসা দিয়ে এসেছেন। শুধু তাই নয়, যশস্বীকে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ গড়েছেন। তবে বক্সিং ডে টেস্টে তাঁকেই ব্যাটিং অর্ডারে নামিয়ে দেওয়া হল। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ভারতীয় ক্রিকেটে তারকা পুজো করতে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, এমনটাই বলেন।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্য় দিচ্ছেন সঞ্জয় মঞ্জরেকর। সেখানেই রোহিতকে নিয়ে তাঁর নানা বিশ্লেষণ। প্রথমত, এই পিচে দুই স্পিনার খেলানোর কোনও যুক্তি খুঁজে পাননি তিনি। শুভমন গিলকে বাদ দেওয়া নিয়ে আগের দিনই সরব হয়েছিলেন। রোহিত ওপেনিংয়ে ফেরা নিয়ে বলেন, ‘ভারতীয় ক্রিকেটে এমনটা নতুন নয়। এ যেন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। বড় নামের জন্য টিম সমস্যায় পড়ে।’

আর এক ধারাভাষ্যকার মার্ক নিকোলাসের সঙ্গে আলোচনায় আরও বলেন, ‘ও ফর্মে নেই। রোহিত শর্মা যেহেতু বড় নাম তাকে কমফোর্ট দিতে ওপেনিংয়ে ফেরানো হয়েছে। যাতে ফর্মে ফিরতে পারে। সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। তবে দু-দল মিলিয়ে ওপেনিংয়ে সবচেয়ে ধারাবাহিক লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন বদল প্রয়োজন ছিল না। বরং রোহিত আরও একটা জিনিস করতে পারত, যশস্বীকে তিনে নামাতে পারত। জানি, রোহিত ও যশস্বীর বেশ কিছু দুর্দান্ত ওপেনিং জুটি রয়েছে। সেটা কিন্তু দেশের মাটিতে। অস্ট্রেলিয়ায় লোকেশ রাহুল ভালো খেলছিল। একটা বড় নামের জন্য এমন সিদ্ধান্ত আমার অন্তত ঠিক মনে হয়নি।’

ভারতীয় বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর এমসিজি-তে রয়েছেন। তাঁকে উদ্দেশ্য করে সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্য, ‘ক্যাপ্টেনকে নিয়ে এ বার ভাবার প্রয়োজন রয়েছে। ক্যাপ্টেন বলে হয়তো রোহিতকে বাদ দিতে পারছে না। তবে ফর্মে থাকা প্লেয়ারের ব্যাটিং অর্ডারে বদলও কাম্য নয়।’ ওপেনিংয়ে ফিরেও অবশ্য ব্যর্থ রোহিত। ৫ বলে ৩ রান করেছেন।

Leave a Reply