ফলো অনের আতঙ্ক? লিড কমানোর আশঙ্কা নিয়েই লাঞ্চ ব্রেকে ভারত


সুযোগ পেলে কি অস্ট্রেলিয়া ফলো অন করাবে ভারতকে? ব্রিসবেনের মতো মেঘলা-বৃষ্টির পরিস্থিতি থাকলে হয়তো সরাসরি হ্যাঁ বলা যেত। এখানে পরিস্থিতি অন্য। ম্যাচে এখনও প্রচুর সময় বাকি। ফলো অন বাঁচাতে প্রয়োজন আরও ৩১ রান। অজি শিবির যে ফলো অনের বিষয়ে ভাবছে না, তাদের শরীরীভাষাতেই যেন পরিষ্কার। তবে প্রথম ইনিংসে বড় লিডেই নজর। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি। সুন্দর অ্যাঙ্করের ভূমিকায়। নীতীশ রেড্ডি স্কোরবোর্ড সচল রাখছেন। আপাতত ভারতের কাছে ম্যাজিক ফিগার ২৭৫। কিছুটা আতঙ্ক নিয়েই লাঞ্চ বিরতিতে। ম্যাচে যে কোনও বিরতিই সমস্যার হয়ে দাঁড়াতে পারে।

একটা রান আউট যে ম্যাচকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে, দ্বিতীয় দিনের শেষেই দেখা গিয়েছে। দিনের শেষ ৪ ওভারে ৩ উইকেটের বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ওঠার লড়াই ছিল ভারতের। ক্রিজে জাডেজা ও ঋষভ পন্থ থাকায় ভরসাও ছিল। জাডেজা দীর্ঘ সময় ব্যাট করতে পারেন। ঋষভ পন্থ আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে আগ্রাসী ব্যাটিং এবং উইকেট ছুড়ে দেওয়া আলাদা বিষয়। ঋষভ পন্থ যেন সেটাই গুলিয়ে ফেলেছিলেন। নয়তো পরপর দুটো ডেলিভারিতে সেম শট খেলার চেষ্টায় উইকেট দিতেন না।

এই খবরটিও পড়ুন

রবীন্দ্র জাডেজাকে সেট আপ করেই ফেরান নাথান লিয়ঁ। একই লাইন লেন্থে বোলিংয়ে সিদ্ধহস্ত জাডেজা। একশোর বেশি টেস্ট খেলা নাথান লিয়ঁ একই কাজ পারেন। সেটাই করে গেলেন। পুরস্কারও পেলেন। প্রথম সেশনে পন্থ ও জাডেজার দু-উইকেট। সেটা তিন উইকেটও হতে পারত। ওয়াশিংটন সুন্দরের গ্লাভসে বল লেগে উইকেটের পিছনে গেলে কিপারের ঠিক সামনে পড়ে। বিরতিতে ভারতের স্কোর ২৪৪-৭। নীতীশ রেড্ডি ৪০ রানে ক্রিজে। সেটাই আপাতত ভরসার।

Leave a Reply