সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের প্রথমবারের জন্য জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের কাছে আটকে গেল লাল-হলুদ বাহিনী। প্রথমে জিকসন এগিয়ে দিলেও ৯০ মিনিটের মাথায় হায়দরাবাদকে সমতায় ফেরান মনোজ মহম্মদ। ম্যাচের ফলাফল ১-১। হায়দরাবাদ থেকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইস্টবেঙ্গলকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একাদশতম স্থানে আছে অস্কার ব্রুজোর দল।
অস্কার ব্রুজোর হাত ধরে বদল এসেছে ইস্টবেঙ্গলে। একটা সময় পর্যন্ত হায়দরাবাদ ও ইস্টবেঙ্গল লিগ টেবিলে পাশাপাশিই থাকত। সেটা শেষের দিকেই। কিন্তু দুই জয়ে ছবি কিছুটা বদলেছে। হায়দরাবাদ পড়ে রয়েছে তলানিতেই। স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল ইস্টবেঙ্গল তাদের সহজেই হারাবে। কিন্তু গাচ্চিবৌলি স্টেডিয়ামে কাজটা সম্ভব হল না ক্লেটনদের। প্রথমার্ধে দুয়েকটা বিচ্ছিন্ন সুযোগ ছাড়া গোলের কাছাকাছি পৌঁছতে পারেনি তারা। মাঝমাঠে বড্ড সাদামাটা ফুটবল খেলল দুই দল। তার মাঝে ক্লেটনকে ট্যাকল করা নিয়ে পেনাল্টির আবেদন জানায় লাল-হলুদের ফুটবলাররা। রেফারি অবশ্য তাতে কর্ণপাত করেননি।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোলের মুখ খুললেন জিকসন সিং। যদিও তাতে ক্লেটনের ভূমিকাই সিংহভাগ। তাঁর অনবদ্য ফ্রিকিক বারে লেগে ফিরে আসে। বক্সের মধ্যে তৈরি ছিলেন জিকসন। ফিরতি বলে হেড করে জালে বল জড়িয়ে দেন তিনি। তার পরেও একাধিকবার আক্রমণে উঠে ছিল লাল-হলুদ বাহিনী। বরং ম্যাচ যখন ৯০ মিনিট ছুঁইছুঁই, তখনই জয়ের রাস্তা বন্ধ হয়ে গেল তাদের জন্য। ডিফেন্সের ফাঁকফোকর ধরে হায়দরাবাদকে সমতায় ফেরান ইস্টবেঙ্গলের প্রাক্তনী মনোজ মহম্মদ।