স্টুপিড, স্টুপিড, স্টুপিড… সকাল সকাল মেজাজ হারালেন সানি


বক্সিং ডে টেস্টে ব্যাকফুটে ভারত। ম্যাচের দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়ালের রান আউটের পর থেকেই সমস্যার শুরু। এরপরই বিরাট, আকাশ দীপেরও উইকেট হারায় ভারত। প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। তার যতটা সম্ভব কাছাকাছি অন্তত যেতে পারলেও ম্যাচে ভালো পরিস্থিতিতে থাকা যেত। আগের দিনের ভুলের পুনরাবৃত্তি কি আজও? রান আউট তো হননি কেউ। তবে পরপর দু-বলে সেম শট খেলতে গিয়ে ঋষভ পন্থ আউট হয়েছেন। তাঁর স্লগ সুইপ বা বলা ভালো স্কুপের জন্য লেগ সাইডে ফিল্ডার রাখাই ছিল। এমনকি মিস হিট হলে, থার্টম্যানেও ফিল্ডার। সকাল সকাল যে কারণে মেজাজ হারালেন কিংবদন্তি সুনীল গাভাসকর।

স্কট বোল্যান্ডের বোলিংয়ে স্কুপ ট্রাই করলেও মিস হয়। বল সজোরে পেটে লাগে ঋষভ পন্থের। কিছুক্ষণ শুয়ে ছিলেন। পরের ডেলিভারিতে আবারও একই শট, ব্যাটের টপ এজ লেগে থার্ডম্যানে নাথান লিয়ঁর হাতে ক্যাচ। অনেকে বলতেই পারেন, পন্থ তো এমনই ব্য়াটিং করে থাকেন। পরিস্থিতি, ফিল্ড প্লেসমেন্টের নিরিখে এখানে অবশ্য পন্থের শটে সমালোচনাই বেশি। ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর, এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন বিধ্বংসী ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টও এই শট মানতে পারছেন না। সানি পরিষ্কার বলছেন, এটা বোকামি।

এই খবরটিও পড়ুন

অস্ট্রেলিয়ার ABC স্পোর্টসে ধারাভাষ্যে গাভাসকর বলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড! দু-জন ফিল্ডার রাখা আছে। তারপরও সেই শট খেলার চেষ্টা করলে। আগের ডেলিভারিতেই মিস করেছিলেন। এটা উইকেট ছুড়ে দেওয়া। এটাকে কখনোই স্বভাসিদ্ধ খেলা বলা যায় না। আমি দুঃখিত, এটা কখনও সহজাত খেলা হতে পারে না। এটা পুরোপুরি বোকামি। এর জন্য টিমের ক্ষতি হয়েছে। পরিস্থিতিও বোঝার প্রয়োজন রয়েছে।’ পন্থ ক্রিজে থাকলে অস্ট্রেলিয়া বোলারদের যে বেশ চাপে রাখতে পারতেন, বলাই যায়।

Leave a Reply