ক্লেটনের প্রাণরক্ষা! রেফারিদের মানোন্নয়ন কবে? নিন্দায় সরব ভারতীয় ফুটবল


ISL 2024-25: ক্লেটনের প্রাণরক্ষা! রেফারিদের মানোন্নয়ন কবে? নিন্দায় সরব ভারতীয় ফুটবলImage Credit source: Facebook

কলকাতা: ইস্টবেঙ্গল-হায়দরাবাদ ম্যাচের ২৪ ঘণ্টা কেটে গেলেও ফুটবল সমর্থকদের ঘোর যেন কাটছে না। ম্যাচ আহামরি হয়নি। তবে ম্যাচের একটা মুহূর্ত যেন আতঙ্ক বয়ে বেড়াচ্ছে সর্বত্র। খেলার প্রথমার্ধে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার সঙ্গে সংঘর্ষ হয় হায়দরাবাদের গোলকিপার আর্শদীপ সিংয়ের। হায়দরাবাদের বক্সে ক্লিয়ার করতে গিয়ে সরাসরি ক্লেটনকে বাজে ভাবে আঘাত করেন আর্শদীপ। যা দেখেও রেফারি নিশ্চুপ থাকেন। কার্ড তো দূর অস্ত, ফাউল পর্যন্ত দেননি রেফারি রামদাসান। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

কেউ কেউ ২০ বছর আগের এক ঘটনার সঙ্গে মিল পাচ্ছিলেন। বেঙ্গালুরুতে ফেড কাপ ফাইনালে তৎকালীন মোহনবাগান গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছিলেন ডেম্পোর ব্রাজিলিয়ান ফুটবলার ক্রিশ্চিয়ানো জুনিয়র। ক্লেটন- আর্শদীপ সংঘর্ষও যেন সেই স্মৃতিকে উস্কে দেয়। কলকাতার তিন প্রধানে খেলা প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস ডি’সিলভার ফেসবুক পোস্টই তার প্রমাণ। এমনকি নিন্দায় সরব হন শিলটন পাল। মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট তথা রাজনৈতিক ব্যক্তি কুণাল ঘোষও রেফারিং ইস্যুতে মুখ খোলেন সোশ্যাল মিডিয়ায়।


কয়েক বছর আগে ঘটা করে ট্রেভর কেটলকে চিফ রেফারিং অফিসার হিসেবে নিয়োগ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত বছরও বেশ কয়েকটি ক্লাব খারাপ রেফারিংয়ের বিরুদ্ধে সরব হয়। যার পরিপ্রেক্ষিতে বিশ্ব ফুটবলের দাপুটে রেফারি পিয়ারলুইগি কলিনাকে ভারতে বিশেষ ক্লাসের জন্য আমন্ত্রণ জানান ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এবছরও আইএসএলে সেই এক ছবি। এমনিতেই ভারতীয় ফুটবলে ভার (VAR) চিন্তাতীত। তবে অন্য কোনও প্রযুক্তিকে কাজে লাগানোর ভাবনার কথা জানান ফেডারেশন সভাপতি। কিন্তু তা কবে কার্যকর হবে তা অজানা।

এই খবরটিও পড়ুন

এবছরও আইএসএলে একাধিক ম্যাচে খারাপ রেফারিংয়ের অভিযোগ ওঠে। তা সত্ত্বেও নিশ্চুপ চিফ রেফারিং অফিসার, এফএসডিএল, এআইএফএফ। রেফারিংয়ের উন্নতি না হলে ভারতীয় ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। সঠিক রেফারিংয়ের দ্বারাই উৎকৃষ্ট ফুটবল সম্ভব। নতুন বছরে ফেডারেশন নতুন কোনও পদক্ষেপ আদৌ নিতে পারে কিনা সেদিকে তাকিয়ে ভারতীয় ফুটবল।

Leave a Reply