মেলবোর্নে পঞ্চম দিন স্মরণীয় করে রাখতে তৈরি, চোট আতঙ্ক উড়িয়ে হুংকার স্টার্কের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে ভারতের সামনে বিরাট লক্ষ্য। এখনও অলআউট হয়নি অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ৩৩৩ রানের লিড তুলে ফেলেছে তারা। অর্থাৎ পঞ্চম দিনে অসাধ্যসাধন করতে হবে রোহিতদের। কিন্তু তার আগেই হুংকার দিয়ে রাখলেন মিচেল স্টার্ক। চোটের আতঙ্ক উড়িয়ে জানালেন, পঞ্চম দিনেই নিজের সেরাটা দেবেন।

ভারতের প্রথম ইনিংসে কোনও উইকেট তুলতে পারেননি স্টার্ক। তারপরই জানা যায়, সামান্য চোট রয়েছে কামিন্সের। এমনকী দ্বিতীয় ইনিংসে তিনি বল নাও করতে পারেন। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিলেন স্টার্ক নিজেই। তাঁর বক্তব্য, “সব ঠিক আছে। আমার গতি একটুও কমেনি। খেলার জন্য পুরোপুরি তৈরি।”

এখানেই থামেননি অজি পেসার। পঞ্চম দিনে ভারতকে চাপে ফেলার জন্য তিনিও প্রস্তুত থাকবেন, তা জানিয়ে রাখলেন স্টার্ক। অতীতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমার ক্রিকেট কেরিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত টেস্টের পঞ্চম দিনেই এসেছে। পঞ্চম দিনে বল করতে খুব ভালোবাসি। কাল যদি আমাকে ২০ ওভার বল করতে হয়, তাহলে আমি ২০ ওভারই বল করব। আমার গতি ঠিকই আছে। চোট নিয়ে কোনও সমস্যা নেই।”

এই সিরিজে এখনও পর্যন্ত ১৪টি উইকেট তুলেছেন স্টার্ক। যদিও তাঁর সতীর্থ বোলার স্কট বোলান্ড আগেই জানিয়ে দিয়েছিলেন, স্টার্কের চোট গুরুতর নয়। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন উইকেটকিপার-ব্যাটার জস ইংলিশ। তিনি অবশ্য এই টেস্টে খেলছেন না।

Leave a Reply