সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দেন টেম্বা বাভুমারা। তার পরেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা। আগামী জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ কে হবে, সেই নিয়ে টানটান লড়াই চলছে ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে।
রবিবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে একটা সময়ে হারতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল তাদের। কিন্তু সেখান থেকে দাঁতে দাঁত চাপা লড়াই করেন মার্কো জানসেন এবং কাগিসো রাবাডা। ৫১ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে দেন তাঁরা। সেঞ্চুরিয়নে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার এই ফাইনালে খেলবে তারা।
প্রোটিয়ারা ফাইনালে উঠে গিয়েছে। বিশ্ব সেরা টেস্ট দল হওয়ার যুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে, সেই লড়াইয়ে শামিল ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।