থামল অদম্য লড়াই, বিতর্কিত আউটে সেঞ্চুরি অধরা যশস্বীর, মেলবোর্ন টেস্টে প্রবল চাপে ভারত!


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত থামল যশস্বী জয়সওয়ালের অদম্য লড়াই। ৮৪ রান করে ফিরে গেলেন তিনি। কামিন্সের বলে ক্যাচ ধরেন অ্যালেক্স ক্যারি। যদিও সেটা নিয়ে বিতর্কও রয়েছে। মাঠের আম্পায়ার আউট না দিলেও থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু স্নিকোমিটারে কিছুই ধরা পড়েনি। ইতিমধ্যে ৭ উইকেট পড়ে গিয়েছে ভারতের। ম্যাচ বাঁচানোর জন্য লড়ছেন ওয়াশিংটন সুন্দররা।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

 

Leave a Reply