সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে ফের ব্যর্থ বিরাট কোহলি। অফ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে ফিরে গেলেন তিনি। গ্যালারিতে তখন উপস্থিত তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। হতাশায় মুখ ঢেকে ফেললেন বলি অভিনেত্রী। পাশে বসে থাকা কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি পুরো স্তম্ভিত।
এদিন মিচেল স্টার্ক রীতিমতো ফাঁদে ফেলে আউট করেন কোহলিকে। সেই অফ স্ট্যাম্পের লোভনীয় বল। সেই খোঁচা। উসমান খোয়াজার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ২৯ বলে ৫ রানে আউট হন কোহলি। তারপরই ক্যামেরায় ধরা পড়লেন অনুষ্কা শর্মা। হতাশায় মুখ ঢাকলেন তিনি। পাশেই বসে ছিলেন আথিয়া শেঠি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি মেলবোর্নে হাজির হয়েছেন ভারতীয় দলকে সমর্থন করার জন্য।
কিন্তু হতাশ করলেন কেএল রাহুলও। এদিন রানের খাতাই খুলতে পারলেন না। যে ওভারে রোহিত শর্মা আউট হলেন, সেই একই ওভারে তিনিও ফিরে গেলেন। খেললেন মাত্র ৫টি বল। এই সিরিজে যথেষ্ট ভালো ফর্মে আছেন রাহুল। কিন্তু মেলবোর্নে প্রথম ইনিংসে ২৪ রানে আউট হয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ‘ডাক’ করে ফিরলেন।
মেলবোর্নে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৯ উইকেট হারিয়ে ২২৮। শেষ উইকেটে উঠেছিল ৫৫ রান। পঞ্চম দিনে অবশ্য সেটা আর বেশি দূর এগোয়নি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৩৪ রানে। ৫ উইকেট তোলেন জশপ্রীত বুমরাহ। তাতেও ভারতের জন্য ৩৪০ রানের বিরাট লক্ষ্য রেখেছে অজিরা। আর সেখানে ভারতের ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়।
Reaction of Anushka Sharma after the fall of Virat Kohli’s wicket #ViratKohli #INDvsAUSTest #INDvsAUS pic.twitter.com/VJOh0bRj7t
— ❤️RKM❤️ (@rakeshmishra369) December 30, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));