ইংল্যান্ডের বিরুদ্ধে নেই রোহিত-বিরাট-বুমরাহ! প্রস্তুতি ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন তারকা?


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-র ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু সেখানে নাও খেলতে পারেন ভারতের তিন মহাতারকা। সূত্রের খবর, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা সেই সিরিজে (IND vs ENG) বিশ্রাম দেওয়া হতে পারে জশপ্রীত বুমরাহ, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।

বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই ছন্দে নেই রোহিত-বিরাট। দুজনের ব্যাটেই রান নেই। এর মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর চেয়ে সরব ক্রিকেটভক্তদের একাংশ। ঠিক যেন অন্য মেরুতে রয়েছেন জশপ্রীত বুমরাহ। বলা যায়, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের একমাত্র আশাভরসা তিনিই। ৪ টেস্টে তুলে নিয়েছেন ৩০টি উইকেট। কিন্তু টানা বোলিংয়ে যে তাঁর উপর চাপ পড়ছে, তা মেলবোর্ন টেস্টেই টের পাওয়া গিয়েছিল।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই খবর। তবে রোহিত-বিরাটের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। বুমরাহ যেমন ধারাবাহিক ক্রিকেট খেলে চলেছেন, একই অবস্থা অন্য দুজনেরও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ, বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বর্ডার গাভাসকর ট্রফিতেও খেলছেন দুজনে। রোহিত যদিও পিতৃত্বকালীন ছুটির জন্য পারথ টেস্ট খেলেননি।

তবে অন্য মতও আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সাদা বলের ক্রিকেটে খেলেননি তাঁরা। সেক্ষেত্রে কোনও রকম প্রস্তুতি ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমে পড়তে হবে তিন ক্রিকেটারকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। ভারত-পাক মহারণ ২৩ ফেব্রুয়ারি।

Leave a Reply