Santosh Trophy Champion Bengal: রুদ্ধশ্বাস ফাইনালে শক্তিশালী কেরলকে ১-০ গোলে হারিয়ে ভারতসেরা বাংলা। ৮ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। কোচ সঞ্জয় সেনের হাত ধরে কাটল ট্রফি খরা। বাংলার হয়ে জয়সূচক গোল রবি হাঁসদার। ম্যাচের অ্যাডেড টাইমে ট্রফি জয়ের গোল রবির।
Image Credit source: AIFF
টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে মূলপর্ব। এরপর নকআউট। দীর্ঘ সফর। কঠিন পরিশ্রমের ফলও আদায় করে নিল বাংলা। রেকর্ড ৩৩ বার সন্তোষ ট্রফি জয়। সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলায় এল সন্তোষ ট্রফি। সকলেই মেতে বর্ষবরণের উৎসবে মেতে। বাংলার ফুটবল প্রেমীদের কাছেও উৎসব। রুদ্ধশ্বাস ফাইনালে শক্তিশালী কেরলকে ১-০ গোলে হারিয়ে ভারতসেরা বাংলা। ৮ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। কোচ সঞ্জয় সেনের হাত ধরে কাটল ট্রফি খরা। বাংলার হয়ে জয়সূচক গোল রবি হাঁসদার। ম্যাচের অ্যাডেড টাইমে ট্রফি জয়ের গোল রবির।
বিস্তারিত আসছে..