চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দেশের মাটিতে এশিয়া কাপ, রইল ২০২৫-এ ভারতের ক্রিকেট উৎসবের সূচি


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ শেষ হতে চলল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সাদর আমন্ত্রণ জানানো হবে ২০২৫ সালে। চলতি বছরে ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাফল্য যেমন এসেছে, তেমনই বর্ডার গাভাসকর ট্রফিতে দুর্দশা চলছে। নতুন বছরেও রয়েছে অসংখ্য টুর্নামেন্ট। দেখা নেওয়া যাক, ২০২৫-এ ভারতের ক্রিকেট সূচি।

বর্ডার গাভাসকর ট্রফির এখনও একটি টেস্ট বাকি। ৩ জানুয়ারি থেকে সিডনিতে নেমে পড়বেন রোহিত শর্মারা। সিরিজ ড্র করতে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর তার সঙ্গে ভেসে থাকা যাবে WTC ফাইনালের দৌড়েও। তারপর ভারতে আসবে ইংল্যান্ড। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলবে তারা।

তারপরই ক্রিকেটের আরেক মহাযজ্ঞ। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। যা নিয়ে কম নাটক হয়নি। অবশেষে হাইব্রিড মডেলে দুবাইতে নামবেন রোহিত শর্মারা। শেষবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০১৩ সালে। একযুগের অপেক্ষা কি শেষ হবে নতুন বছরে?

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই ফিরবে আইপিএলের নতুন উন্মাদনা। মহা নিলামের পর নতুন করে সেজেছে দলগুলো। ১৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত চলবে কোটি টাকার লিগ। নাইট রাইডার্স কি পারবে ফের আইপিএল চ্যাম্পিয়ন হতে? নাকি ট্রফির দখল নেবে অন্য কোনও দল?

তারপর জুন মাসে রয়েছে WTC ফাইনাল। ভারত যদিও ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। অনেক যদি-কিন্তুর অঙ্ক রয়েছে। আর সব অঙ্ক যদি মিলে যায় তাহলে ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেখা যেতে পারে বুমরাহদের।

২০ জুন থেকে ইংল্যান্ডে পাতৌদি ট্রফি খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট রয়েছে টিম ইন্ডিয়ার। আগস্টে বাংলাদেশ সফরে যাবে মেন ইন ব্লু। সেখানে খেলবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০। সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। এবার ভারতেই বসছে এই টুর্নামেন্ট। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এবারও চাইবে এশিয়া কাপের দখল রাখতে।

অক্টোবরে ২টি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ আসবে এদেশে। তারপর অক্টোবর-নভেম্বরে ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে ভারত যাবে অস্ট্রেলিয়ায়। আর বছর শেষে আমন্ত্রণ জানানো হবে দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়ারা নভেম্বর-ডিসেম্বরের ২টি টেস্ট, ৩ ওয়ানডে ও ৫ টি-২০ খেলবে ভারতের বিরুদ্ধে।

Leave a Reply