নতুন বছরের উপহার, মুখ্যমন্ত্রী সহ বিশেষ ব্যক্তিদের শুভেচ্ছার বন্যা সন্তোষ জয়ী বাংলাকে


বর্ষবরণের উৎসবের মাঝেই বাংলা ফুটবলে উচ্ছ্বাসের আরও বড় কারণ। রেকর্ড ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা টিম। এর আগে ২০২১-২২ মরসুমেও ফাইনালে উঠেছিল বাংলা ফুটবল টিম। কিন্তু ফাইনালে টাইব্রেকারে কেরলের কাছে হার। এ বার সেই কেরলকে হারিয়েই ভারতসেরা বাংলা। ফাইনালে অ্যাডেড টাইমে ম্যাচের একমাত্র গোলটি করেন রবি হাঁসদা। স্বাভাবিক ভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছে চ্যাম্পিয়ন বাংলা টিম। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নানা রাজনৈতিক ব্য়ক্তিত্ব থেকে শুরু করে প্রাক্তন, বর্তমান ফুটবলার, সকলেই টিমের এই দুর্দান্ত সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।

ফাইনালের আগে মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলা দলকে। চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, ‘দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান। ২০২৫ সালে সূচনা হচ্ছে বাংলার সন্তোষ ট্রফি পুনরুদ্ধার দিয়ে। রেকর্ড ৩৩ বার চ্যাম্পিয়ন। ভারতীয় ফুটবলে বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলা। আগামী দিনেও আরও সুন্দর মুহূর্ত আসবে।’

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন- ‘এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরম্যান্সের ফলেই এই জয়। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাকে আবার ভারত সেরা করার জন্য। জয় বাংলা।’

সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে বাংলা দলকে দীর্ঘ শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি চ্যাম্পিয়ন বাংলা টিমে থাকা তাঁর ক্লাবের ফুটবলারদের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। এই সাফল্যের জন্য বাংলা টিমের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সকলকেই কৃতিত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বর্ষবরণের রাতে বাংলা ফুটবলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বাংলার সকলের কাছে এটিকে ইংরেজি নতুন বছরের উপহার বলেও বর্ণনা করেছেন রাজ্যপাল।

বাংলার প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে বর্তমান। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন টিমকে। বাংলা তথা দেশের অন্যতম সেরা ডিফেন্ডার প্রীতম কোটাল, গোলকিপার অভ্র মণ্ডলের মতো অনেকেই সোশ্যাল মিডিয়ায় বাংলা টিমকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।



Leave a Reply