বাংলার ‘মালিঙ্গার’ অনবদ্য বোলিং, মাত্র ২০৬ রান নিয়েও কেরল বধ


সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করছিল বাংলা। যদিও নকআউট পর্বে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। ট্রফি আসেনি। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও ধারাবাহিক ভালো খেলছে বাংলা। এ দিন কেরলের মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে মাত্র ২০৬ রানের পুঁজি নিয়ে জয় বাংলার। দুর্দান্ত বোলিং করেন বাংলার মালিঙ্গা সায়ন ঘোষ। এ ছাড়াও মুকেশ কুমাররা সহযোগিতা করেন।

টস জিতে এ দিন বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কেরল। শুরুতেই দুই ওপেনার সুদীপ ঘরামি (৪) ও অভিষেক পোড়েলের (৮) উইকেট হারায় বাংলা। তিনে নামা সুদীপ চট্টোপাধ্যায়ও ১৯ বলে ১৩ রানে ফেরেন। বাংলা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। সবচেয়ে বড় ধাক্কা অনুষ্টুপ মজুমদারের উইকেটে। ১০১ রানেই ৭ উইকেট হারিয়ে ধুকছিল বাংলা। প্রদীপ্ত প্রামাণিকের অনবদ্য ইনিংস। ৭৪ রানে অপরাজিত থাকেন। এ ছাড়াও কৌশিক মাইতি ২৭ এবং সুমন্ত গুপ্ত ২৪ রান করেন।

নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২০৬ রান তোলে বাংলা। ওয়ান ডে ফরম্যাটে এই রান কঠিন নয়। শক্তিশালী কেরলের বিরুদ্ধে তো নয়ই। তবে বাংলার বোলিং আক্রমণ অনবদ্য পারফর্ম করে। নতুন বলে দুর্দান্ত শুরু করেন মুকেশ কুমার। স্পিনার কৌশিক মাইতি এবং পেসার মুকেশ দুটি করে উইকেট নেন। ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলা প্রদীপ্ত নেন একটি উইকেট। কেরল শিবিরে আসল বিপর্যয় আনেন বাংলার স্লিং বোলার সায়ন ঘোষ। ৭.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন সায়ন। ৪৬.৫ ওভারে মাত্র ১৮২ রানেই শেষ কেরল ইনিংস।

Leave a Reply