ব্যাট হাতে প্রদীপ্তর ঝড়, সায়নের ৫ উইকেট, বিজয় হাজারেতে রুদ্ধশ্বাস ম্যাচে কেরল-বধ বাংলার


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে একের পর এক ম্যাচ জিতে চলেছে বাংলা। দিল্লি-বরোদার পর সুদীপ কুমার ঘরামিরা এদিন হারালেন কেরলকে। ২৪ রানে ম্যাচ জিতে ‘ই’ গ্রুপের শীর্ষেও উঠে গেল তারা। প্রদীপ্ত প্রামাণিকের হাফসেঞ্চুরি ও সায়ন ঘোষের ৫ উইকেট, মূলত দুই বোলারের সৌজন্যে জিতল বাংলা।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কেরল। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় বাংলা। দ্রুত ফিরে যান অধিনায়ক সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েল। বেশিক্ষণ টিকতে পারেননি সুদীপ চট্টোপাধ্যায়। আগের ম্যাচের নায়ক অনুষ্টুপ মজুমদার ফিরে যান মাত্র ৯ রানে। ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে বাংলা। কণিষ্ঠ শেঠ ও সুমন্ত গুপ্তের জুটিও তেমন সাফল্য পায়নি। সেখান থেকে বাংলাকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান প্রদীপ্ত প্রামাণিক। ৮২ বলে ৭৪ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। ৫০ বলে ২৭ রানে যোগ্য সঙ্গ দেন কৌশিক মাইতি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলার রান দাঁড়ায় ২০৬।

জবাবে শুরুটা খারাপ করেনি সঞ্জু স্যামসন-হীন কেরল। তাঁদের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন কৌশিক মাইতি। কেরলের আরেক ওপেনারকে ফিরিয়ে দেন মুকেশ কুমার। তাতেও বিপদ কাটেনি। ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে নেয় তারা। সেখান থেকে শুরু হয় সায়ন ঘোষের জাদু। একের পর এক উইকেট তুলে কেরলের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন তিনি। একটি উইকেট তোলেন প্রদীপ্তও। জয়ের লক্ষ্য থেকে তখনও খুব বেশি দূরে ছিল না কেরল। কিন্তু যতবারই সায়ন বোলিংয়ে আসেন, ততবারই কেরলের উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ১৮২ রানে গুঁটিয়ে যায় কেরলের ইনিংস। বাংলা জেতে ২৪ রানে।

৪ ম্যাচে বাংলার পয়েন্ট ১৪। ই গ্রুপে শীর্ষে আছেন অনুষ্টুপরা। যদিও ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরোদা।

Leave a Reply