সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-২ ব্যবধানে পিছিয়ে গিয়েছে ভারত। WTC ফাইনালের স্বপ্নও ক্রমশ দূরে সরে যাচ্ছে। তার মধ্যেই প্রতিদ্বন্দ্বী দেশের থেকে নয়া সম্মান পেলেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলের নেতা বেছে নেওয়া হয়েছে ভারতীয় পেসারকে। দলে আছেন আরেক ভারতীয় যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal)।
টেস্ট ক্রিকেটে চলতি বছরে ভারতের শুরুটা ভালো হলেও, শেষের দিকে শুধুই ব্যর্থতা। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকামের পর বর্ডার গাভাসকর ট্রফিতেও পিছিয়ে আছে। কিন্তু তার মধ্যেও উজ্জ্বল বুমরাহ। চলতি সিরিজে ৩০ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া বছরভর ১৩টি ম্যাচে তুলেছেন ৭১টি উইকেট। গড় ১৪.৯২। সেরা বোলিং ৪৫ রানে ৬ উইকেট। এই বছর ৫বার ৫ উইকেট তুলেছেন তিনি। তারই সম্মান দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বর্ষসেরা দলের অধিনায়ক হবেন বুমরাহ। উল্লেখ্য, পারথ টেস্টে বুমরাহর নেতৃত্বে অজিদের হারিয়েছিল ভারত।
ভারতীয়দের মধ্যে বুমরাহ ছাড়াও আছেন যশস্বী জয়সওয়াল। ২০২৪-এ ১৫টি ম্যাচে ১৪৭৮ রান করেছেন তরুণ ওপেনার। সর্বোচ্চ রান ২১৪। তিনটি সেঞ্চুরি-সহ ১১টি হাফ-সেঞ্চুরি আছে তাঁর। সদ্যসমাপ্ত মেলবোর্ন টেস্টের দুটি ইনিংসে ৮২ ও ৮৪ রান করেছেন তিনি। পারথেও ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়া বোর্ডের বর্ষসেরা একাদশে তাদের নিজের দেশের দুজন আছেন। বোলার জস হ্যাজেলউড ছাড়াও আছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। এছাড়াও আছেন জো রুট, হ্যারি ব্রুক, ম্যাট হেনরির মতো তারকারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৪ সালের বর্ষসেরা একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচীন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্দিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জশপ্রীত বুমরাহ (অধিনায়ক), জস হ্যাজেলউড, কেশব মহারাজ।
What a year from this XI including Jasprit Bumrah who leads the side 🙌
Full story: https://t.co/zM0nfiRxz9 pic.twitter.com/cn8Zu7zlxw
— cricket.com.au (@cricketcomau) December 31, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));