হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ক্রিকেটে মজে বিনোদ কাম্বলি, সচিনের বাল্যবন্ধুর বড় বার্তা


কয়েক দিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তাঁর অসুস্থতা নতুন নয়। ক্রিকেট কেরিয়ার সময়ের অনেক আগেই শেষ হয়েছিল। সেটাও ক্রিকেটীয় কারণের বাইরের সমস্যাতেই। নিজেকে আর মূলস্রোতে ফেরাতে পারেননি। অনেকেই হাল ছেড়ে দিয়েছিলেন। বাল্যবন্ধু তথা জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর পাশে থেকেছেন। কপিল দেবের মতো আরও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এগিয়ে এসেছেন। তাঁর রিহ্যাব পর্ব শুরুর মাঝেই ইউরিন ইনফেকশন, মস্তিষ্কে রক্তজমাট বাঁধা এমন সমস্যায় হাসপাতালে ভর্তি করাতে হয়। এ দিন হাসপাতাল থেকে ছাড়া পান বিনোদ কাম্বলি।

অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন বিনোদ কাম্বলি। হাসপাতালের বেডে শুয়ে গান গেয়েছেন। তাঁর নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। উন্নতির লক্ষণ পরিষ্কার ছিল। হাসপাতাল থেকে বেরোলেন নতুন মেজাজে। যেন পুনর্জন্ম হয়েছে। ভারতীয় দলের জার্সি চাপিয়ে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় বিনোদ কাম্বলিকে। শুধু তাই নয়, নিজের জীবনের সবচেয়ে বড় উপলব্ধিও যেন করেছেন। তাই সকলের জন্য বার্তা দিয়েছেন-মদ্য়পান থেকে দূরে থাকার।

পুনর্জন্ম যে হয়েছে বলাই যায়। বিনোদ কাম্বলির গত কয়েক মাস যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা হৃদয়বিদারক। দীর্ঘ সময় পর ক্রিকেট প্রেমীদের স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এই বিনোদ কাম্বলি যেন নতুন একজন। যিনি ফের মজেছেন ক্রিকেটে। সেই ভিডিয়ো দেখে ক্রিকেট প্রেমীরা উচ্ছ্বসিত। ৫২ বছরের বিনোদ কাম্বলি যেন জীবনের মতো ক্রিকেটেও কামব্যাক করছেন!



Leave a Reply