ড্রেসিংরুমে সৎ মানুষ ছাড়া… নিয়ম ভাঙছেন কোনও প্লেয়ার? সততার প্রশ্ন তুলে দিলেন গম্ভীর


Gautam Gambhir: ড্রেসিংরুমে সৎ মানুষ ছাড়া… নিয়ম ভাঙছেন কোনও প্লেয়ার? সততার প্রশ্ন তুলে দিলেন গম্ভীরImage Credit source: Darrian Traynor/Getty Images

কলকাতা: টিম ইন্ডিয়ার ( Team India) ড্রেসিংরুমে কি আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে? ক্রিকেট মহলে এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্ট হারার পর ভারতের ড্রেসিংরুমের অন্তর্দ্বন্দ্বের কথা যেন একটু বেশি করেই ফুটে উঠছে। এর আগে জানা গিয়েছিল, ভারতের ড্রেসিংরুমে মেজাজ হারিয়ে ফেলেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এ নিয়ে তাঁর সামনে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানান, এই তথ্যের সত্যতা নেই। এই সিরিজ জিততে হলে সিডনি টেস্টে জয় ছাড়া ভারতের কাছে রাস্তা নেই। তার মাঝে এই ভারতের ড্রেসিংরুমের পরিস্থিতি প্রকাশ্যে চলে আসায় মুখ খুলেছেন গৌতম।

গম্ভীর মনে করেন, ভারতের ড্রেসিংরুমে সৎ মানুষ থাকতে হবে। তা হলে ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘ভারতের ড্রেসিংরুমে সৎ মানুষ ও সৎ ক্রিকেটার যতদিন রয়েছে, ঠিক ততদিন ভারতীয় ক্রিকেট নিরাপদ আশ্রয়ে রয়েছে। যে কোনও পরিবর্তনের সময় সততা খুবই গুরুত্বপূর্ণ। এমনটা নয় যে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে দিতে হবে, আর জুনিয়রদের টিমে নিতে হবে। পারফরম্যান্স করলে তবেই টিমে থাকা যাবে। ড্রেসিংরুমে থাকা যাবে।’

দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে একদিকে প্রশংসা করেছেন গম্ভীর। তেমনই কিছু ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে নাম না করেই প্রশ্নও তুলেছেন। ঋষভ পন্থ যে ভাবে মেলবোর্নে খারাপ শট খেলে উইকেট দিয়ে এসেছেন, তা নিয়ে তিনি প্রবল সমালোচিত হচ্ছেন। ভারতীয় টিমের ক্রিকেটারদের দায়িত্ব ভাগ করে দেওয়া রয়েছে। টিমের প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের খেলার কথা পরিকল্পনা করা হয় বরাবর। সেখানে কিছু ক্রিকেটার যে ভাবে দলের কথা না ভেবে ভুল ভাল শট খেলে আউট হচ্ছেন, তা রীতিমতো চাপে ফেলছে টিমকে। সেই ভারতীয় ক্রিকেটাররা সমালোচিতও হচ্ছেন।

এই খবরটিও পড়ুন

Leave a Reply