টসে জসপ্রীত বুমরা। আর কোনও জল্পনার জায়গাই নেই। রোহিত শর্মাকে ছাড়াই সিডনিতে একাদশ গড়ল ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মাকে ছাড়াই! সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। সিরিজের শেষ ম্যাচেও নেতৃত্ব দিচ্ছেন। রোহিত কেন নেই? অফিসিয়ালি জসপ্রীত বুমরা জানালেন, রোহিত বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। সহজ কথায়, রোহিতকে বাদ দিয়ে একাদশ গড়া হয়েছে। ক্যাপ্টেনকে সম্মান দিতেই যে বিশ্রাম শব্দের ব্য়বহার, এ বিষয়ে সন্দেহ নেই। একাদশে আরও পরিবর্তনও হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে ভারতের শেষ ম্যাচ। ফাইনালে যাওয়ার জন্য এই টেস্ট জিততেই হবে। সিডনিতে জিতলেও অবশ্য ফাইনাল নিশ্চিত নয়। তবে একটা সুযোগ থাকবে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক জসপ্রীত বুমরা। রোহিতের বিশ্রামের পাশাপাশি একাদশে নেই আকাশ দীপও। টিম হাডলে অবশ্য রোহিত ছিলেন। তবে টিম হাডলে প্লেয়ারদের পেপ টক দেন বিরাট কোহলি। একটা বিষয় যেন পরিষ্কার, এই ম্যাচে অফিসিয়াল ক্যাপ্টেন বুমরা, আনঅফিসিয়াল বিরাট কোহলি।
মেলবোর্ন টেস্টে শুভমন গিলকে বাদ দেওয়া হয়েছিল। তাঁকে এই ম্যাচে ফেরানো হয়েছে। নেই রোহিত। ফলে ব্যাটিং কম্বিনেশন পরিষ্কার। ওপেন করবেন যশস্বী ও রাহুল। তিনে শুভমন গিল। এরপর বিরাট কোহলি। আপাতত একাদশে জায়গা ধরে রেখেছেন ঋষভ পন্থ। সিডনিতে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। এ বারের পিচ অবশ্য তেমন দেখাচ্ছে না।
এই খবরটিও পড়ুন
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, স্যাম কন্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড