স্টাফ রিপোর্টার: শুক্রবার সামনে শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেড। কিন্তু এই অ্যাওয়ে ম্যাচে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ পাচ্ছেন না মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার মির্জালল কাশিমভ ও রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার আডিঙ্গা রালতেকে। চোটের জন্য পাওয়া যাবে না সিজার মাঞ্জোকিকেও। এমন পরিস্থিতিতে শুক্রবার গুয়াহাটিতে নামতে হচ্ছে চেরনিশভের ছেলেদের। গত ম্যাচে শক্তিশালী ওড়িশা এফসিকে আটকে দেওয়ায় মহামেডান ফুটবলারদের কিছুটা আত্মবিশ্বাস ফিরেছে। সেই আত্মবিশ্বাসকেই পুঁজি করতে চাইছেন চেরনিশভ।
একমাত্র জয় এলে তবেই হায়দরাবাদ এফসিকে টপকে একধাপ উপরে ওঠা যাবে। গুয়াহাটির মাঠে দাঁড়িয়ে নর্থ-ইস্টকে হারিয়ে পুরো পয়েন্ট নিয়ে আসা খুব সহজ কাজ নয় সেটা ভালো করেই জানেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। দলের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন নতুন সহকারী কোচ মেহরাজউদ্দিন ওয়াডুও। তবে এত চোট-আঘাত আর কার্ড সমস্যা নিয়ে আলাদিন আজেরাইদের বিরুদ্ধে কতটা সপ্রতিভ ফুটবল উপহার দেবেন অ্যালেক্সিসরা তা নিয়ে সন্দেহ রয়েছেই। গুয়াহাটি উড়ে যাওয়ার আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলছেন, “নতুন বছরে ইতিবাচক ভাবতে হবে আমাদের। আমাদের সমর্থকদের জন্য নতুন বছরে ভালো ফল করতে হবে। প্রতিপক্ষ নর্থ-ইস্ট দারুণ ছন্দে রয়েছে। গত ম্যাচেও আমরা ভালো ফুটবল উপহার দিয়েছি। ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। আর জিততে হবে আমাদের।”
আইএসএলে এখন সবার শেষে মহামেডান। ১৩ ম্যাচে পয়েন্ট মাত্র ৬। সেখানে ১৪ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ৮। নতুন বছরে কি তিন পয়েন্ট ঘরে তুলতে পারবে চেরনিশভের ছেলেরা? উত্তরটা সময়ই দেবে।