সময় হঠাৎই পাল্টে গিয়েছে। শুধুমাত্র কয়েক মাসের ব্যবধান। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। গৌতম গম্ভীর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই, রোহিত-বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায়ের ঘোষণায় বলেছিলেন, ‘আমি আশা করি রোহিত-বিরাট বাকি দুই ফরম্যাটে দেশের হয়ে আরও ট্রফি জিতবে।’ পরিস্থিতি এখন আলাদা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। ব্যাটিংয়েও ব্যর্থতা। ক্রমশ উল্টোপথে হাঁটছিলেন রোহিত। সিডনি টেস্টে খোদ ক্যাপ্টেনই বাদ! টিমের তরফে বলা হচ্ছে, ক্যাপ্টেন বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। আসল পরিস্থিতি সকলেই অনুমান করতে পারছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের খেলা নিয়ে সংশয়। কেন এমন মনে করা হচ্ছে?
টি-টোয়েন্টিতে দেশের নেতৃত্ব নিজেই ছেড়েছিলেন বিরাট কোহলি। চেয়েছিলেন টেস্ট ও ওয়ান ডে-তে নেতৃত্ব চালিয়ে যাবেন। যদিও দেড়ঘণ্টার নোটিসে বিরাটের ওডিআই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল। বিরাট সেটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। এরপর তাঁকে দক্ষিণ আফ্রিকায় যায় ভারত। সাংবাদিক সম্মেলনে আসতে দেওয়া হয়নি বিরাটকে। সেই সিরিজের পর টেস্টেও নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি। রোহিতের ক্ষেত্রেও কি পরিস্থিতি সেদিকেই?
সংক্ষিপ্ত ফরম্যাটে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টিতে নেতা এখন সূর্যকুমার যাদব। রোহিত যদি টেস্টে অবসর নেন তা হলে বাকি থাকছে ওয়ান ডে ফরম্যাট। আদৌ কি তাঁকে শুধুমাত্র ওয়ান ডে-তে ক্যাপ্টেন রাখা হবে? তিনি কি খেলবেন? এরকম নানা প্রশ্নই উঠছে। রোহিত যদি না খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্বে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। রোহিতের পর তাঁকে নেতৃত্ব দেওয়া হবে, এমনটাই ভাবা হয়েছিল। যদিও ফিটনেসের কারণে তাঁকে যোগ্য মনে করেননি গম্ভীর। ক্রাইসিস সিচুয়েশনে বিকল্প হতে পারেন হার্দিকই। অতীতেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এই খবরটিও পড়ুন
সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি দুর্দান্ত হলেও, ওয়ান ডে-তে তাঁর ব্যাটিং পারফরম্যান্স আশা জাগানোর মতো নয়। সে কারণেই হার্দিককে সেফ অপশন মনে করা হচ্ছে। একান্তই যদি ফিটনেসের কারণে হার্দিক বাতিল হন, তা হলে দ্বিতীয় বিকল্প হতে পারে লোকেশ রাহুল। ভবিষ্যতের কথা ভেবে রাহুলকে দায়িত্ব দেওয়া হতেই পারে।