মেলবোর্নেই টেস্ট অভিষেক হয়েছে। মাত্র ১৯ বছরের স্যাম কন্টাসকে নিয়ে সিরিজ শুরুর আগে থেকেই হইচই। যদিও শুরুতে তাঁর উপর ভরসা দেখানো হয়নি। প্রথম তিন টেস্টে খেলানো হয় নাথান ম্যাকসোয়েনিকে। তাঁরও অভিষেক সিরিজ। ম্যাকসোয়েনি ভরসার মর্যাদা দিতে পারেননি। বক্সিং ডে টেস্টের আগে স্কোয়াডে ম্যাকসোয়েনির পরিবর্তে নেওয়া হয় স্যাম কন্টাসকে। অভিষেক ইনিংসে জসপ্রীত বুমরার প্রথম স্পেলে ৩৮ রান তুলেছিলেন। তাঁকে নিয়ে আরও উন্মাদনা বাড়ে। ক্রাউড ফেভারিট হয়ে ওঠেন। এরপর অবশ্য ভুগতে হয়েছে স্যামকে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন তাঁর জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, সতর্কবার্তা দিয়ে রাখলেন মার্ক।
সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। লোয়ার অর্ডারের অবদানে শেষ অবধি ১৮৫ তোলে। পারথের প্রথম ইনিংসেও অল্প স্কোর নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। সেখানেও ক্যাপ্টেন ছিলেন বুমরা। সিডনিতে প্রথম দিন মাত্র ১৫ ওভার ব্যাটিং করতে হত। ওপেনাররা এ সময়টা কোনওরকমে কাটিয়ে দিতে চান। অপরাজিত থেকে মাঠ ছেড়ে নতুন দিন তরতাজা শুরুর অপেক্ষা থাকে। অস্ট্রেলিয়া অবশ্য পারল না। বলা ভালো, বুমরা হতে দিলেন না। আর এর জন্য ‘কৃতিত্ব’ প্রাপ্য স্যাম কন্টাসেরও।
জসপ্রীত বুমরাকে শুরু থেকেই চার্জ করার চেষ্টা করেন। বাউন্ডারি মেরে খাতা খুলেছিলেন স্যাম। উল্টোদিকে ধীরস্থির খেলছিলেন উসমান খোয়াজা। কিন্তু সবচেয়ে বড় ভুলটা করে বসেন স্যাম কন্টাস। স্ট্রাইকে খোয়াজা। দিনের খেলার আর দুটি ডেলিভারি বাকি। খোয়াজা রেডি না থাকায় আম্পায়ার হাত দেখিয়ে রাখেন। বুমরা রান আপ শুরু করতে যাবেন, এমন সময় তাঁকে কিছু বলেন স্যাম কন্টাস।
এই খবরটিও পড়ুন
বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংস। স্যাম কন্টাসকে বুঝিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা যে তিনি কত বড় ব্যাটার আর বুমরা কে। স্যামের মিডল স্টাম্প ছিটকে দিয়েছিলেন। এ দিন বুমরাকে স্লেজিং করে বিপদ বাড়ালেন। বুমরা ও স্যাম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তেই আম্পায়ার দ্রুত পরিস্থিতি সামাল দেন। তবে দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজার উইকেট নেন বুমরা।
দিনের খেলা শেষে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস এই প্রসঙ্গ তোলেন। স্যাম কন্টাসের যে বুমরাকে উসকে দেওয়ার কোনও প্রয়োজন ছিল না, বারবার সে কথা তুলে ধরেন। উসমান খোয়াজার উইকেটও যে বুমরাকে রাগিয়ে দেওয়ারই ফল সেটাও উল্লেখ করেন। শুধু তাই নয়, স্যাম কন্টাসকে তাঁর বার্তা-দ্বিতীয় দিন সামলে থেকো, বুমরাকে রাগিয়ে দেওয়ার পরিণতি ভালো হবে না, নিজে যদি ভালো খেলতে পারো ভালো, নয়তো বুমরা কী করতে পারে সেটার ঝলক তো দেখেই নিয়েছো।