‘বেনজির ঘটনা, চূড়ান্ত ভুল সিগন্যাল…’, রোহিত বিতর্কে ক্ষোভে ফুঁসছেন সচিনের ওপেনিং পার্টনার


রোহিতকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সিধু। তিনি বলেন, ‘যে টিমে বিশ্বাস এনেছে, তরুণ ক্রিকেটারদের যেখানে সবসময় পাশে থেকেছে, ওদের থেকে সম্মান অর্জন করেছে সে যে দলের বাইরে থাকবে, এটা ঠিক নয়। অত্যন্ত ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Photos credit: Getty Images)

Leave a Reply