ভারতের সেশন বলা যেতে পারত! হয়তো। শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে চাপে ছিল ভারত। এরপর দুর্দান্ত একটা জুটি গড়ছিলেন শুভমন গিল ও বিরাট কোহলি। রানিং বিটউইন দ্য উইকেটে একটু সমস্যায় পড়লেও সামলে দিয়েছেন। মনে হচ্ছিল, ২ উইকেটেই লাঞ্চ বিরতিতে যাবে ভারত। আর তাতে প্রথম সেশনটা ভারতের বলা যেতেই পারত। ৫৭-২ হওয়ার কথা ছিল স্কোরটা। কিন্তু বিরতির ঠিক শেষ ডেলিভারিতে উইকেট উপহার শুভমন গিলের। ৫৭-৩ স্কোরেই প্রথম সেশন শেষ করল ভারত।
শুরুতে ধাক্কা খাওয়া খুব জরুরি! বিরাট কোহলি যেন কৃতজ্ঞ থাকতেই পারেন এর জন্য। স্টিভ স্মিথ ক্যাচটা নিলে গোল্ডেন ডাক হয়েই ফিরতে হত। সে যাত্রায় বেঁচে যান। তুলনামূলক ভাবে ফোকাস ফিরিয়ে আনেন। আগে ঘর সামলাতে হবে। ডিফেন্স মজবুত করলেন, সঙ্গে ফোকাসও। অফস্টাম্পের বাইরে বল ছাড়লেন। চেষ্টা করলেন সিঙ্গলস, ডাবলসে স্কোর বোর্ড সচল রাখার। লাঞ্চ অবধি সেটা করতে পেরেছেন কোহলি। কিন্তু জুটি অটুট রাখতে পারলেন না।
রোহিত শর্মার জায়গায় একাদশে ফিরেছেন শুভমন গিল। ধৈর্য, শৃঙ্খল ব্যাটিং করছিলেন। কিন্তু মুহূর্তের ভুলে কার্যত উইকেট ছুড়ে দিলেন। এশিয়ার বাইরে তাঁর ব্যাটিং পরিসংখ্যান খুব ভালো নয়। তবে তিনি যে ভালো প্লেয়ার এ বিষয়ে সন্দেহ নেই। নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। এখানেও প্রথম ইনিংসে মনোসংযোগর ভুলেই আউট। লাঞ্চ বিরতির আগের শেষ ওভারে আসেন নাথান লিয়ঁ। রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন। পিচে বাউন্স রয়েছে। শুভমন গিল স্টেপ আউট করে বোঝেন, বড় শট খেলা চাপের। ডিফেন্স করার চেষ্টায় আউট সাইড এজ, স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ।