শামির কামব্যাকের ম্যাচে সেঞ্চুরিতে নায়ক সুদীপ, বিহারকে উড়িয়ে বিজয় হাজারের কোয়ার্টারে বাংলা


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে দাপট বজায় রেখেই নক আউট পর্বে চলে গেল বাংলা। বরোদা, কেরলের পর বিহারকে ৬ উইকেটে হারাল বাংলা। সেঞ্চুরি করে সামনে থেকে নেতৃত্ব দিলেন সুদীপ কুমার ঘরামি। সেই সঙ্গে গ্রুপ শীর্ষে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে নিল বাংলা। 

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে মাঠে ফিরেই বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন মহম্মদ শামি। ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে বিহারের ইনিংসে প্রথম আঘাত হানেন তিনিই। তারপর আঁটসাঁট বোলিং করেন মুকেশ কুমার, করণ লালরা। ২টি করে উইকেট তোলেন দুজনেই। শেষের দিকে বিহারের ব্যাটিংকে ধসিয়ে দেন প্রদীপ্ত প্রামাণিক। তাঁর শিকার তিনটি উইকেট। শেষ পর্যন্ত মাত্র ২৩৫ রানে গুঁটিয়ে যায় বিহারের ইনিংস।

জবাবে বাংলার ওপেনিং জুটিই একশোর উপর রান তুলে দেয়। ৫৫ রান করে ফেরেন চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা অভিষেক পোড়েল। যদিও একই ওভারে সুদীপ চট্টোপাধ্যায় ও অনুষ্টুপ মজুমদারের উইকেট হারিয়ে আচমকা চাপে পড়ে যায় বাংলা। কিন্তু অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় বাংলাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ১২৮ বলে তিনি করেন ১০৭ রান। ১৩টি চারের পাশাপাশি ১টি ছক্কাও ছিল তাঁর ইনিংসে। অন্যদিকে সুমন্ত গুপ্ত ৩০ রান করেন। করণ লাল অপরাজিত থাকেন ৩৭ রানে।

বিহারকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে চলে গেল বাংলা। ৫ ম্যাচে সুদীপ ঘরামিদের পয়েন্ট ১৮। গ্রুপের অন্য ম্যাচে বরোদা মধ্যপ্রদেশের বিরুদ্ধে জেতায় গ্রুপ শীর্ষও নিশ্চিত বাংলার। যে কারণে সরাসরি কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেল বাংলা।

Leave a Reply