সিডনিতে ফের ভারতের ব্যাটিং বিপর্যয়, দুশোর কমেই শেষ বুমরাহদের ইনিংস


ভারত (প্রথম ইনিংস): ১৮৫ (পন্থ ৪০, জাদেজা ২৬, বোলান্ড ৪/৩১)

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৯/১ (কনস্টাস ৭*, বুমরাহ ১/৭)

১৭৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতীয় দল আর ব্যাটিং বিপর্যয় কার্যত সমার্থক হয়ে উঠেছে। পারথ থেকে ব্রিসবেন, সর্বত্রই অজি বোলিং লাইন আপের সামনে গুঁড়িয়ে গিয়েছে বিরাট কোহলিদের যাবতীয় প্রতিরোধ। সেই ছবিই ফের দেখা গেল সিডনিতে। নতুন বছরের প্রথম টেস্টে আবারও আত্মসমর্পণ করল ভারতের ব্যাটিং লাইন আপ।

সিডনি টেস্টের শুরু থেকেই বিতর্ক তাড়া করছে মেন ইন ব্লুকে। রোহিত শর্মা বিশ্রাম নিয়েছেন নাকি খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন, সেই নিয়ে চলছে জোর তরজা। শুক্রবার জশপ্রীত বুমরাহর নেতৃত্বে মাঠে নামে ভারতীয় দল। রোহিতের পরিবর্তে দলে ফেরেন শুভমান গিল। তিন থেকে ফের ওপেনিংয়ে পাঠানো হয় রাহুলকে। পিঠের সমস্যায় ভুগতে থাকা আকাশ দীপের বদলে প্রথম একাদশে জায়গা পান প্রসিদ্ধ কৃষ্ণ।

টসে জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক। কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে। ফর্মে থাকা দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল এদিন ব্যর্থ। মাত্র ১৪ বল খেলে চার রানে আউট হন রাহুল। অন্যদিকে ২৬ বল খেলে যশস্বীর সংগ্রহ মাত্র ১০ রান। ক্রিজে বেশ কিছুক্ষণ সময় কাটালেও ২০ রান করে আউট হয়ে যান শুভমান। পুরনো রোগের শিকার হয়েই এদিন আবার উইকেট ছুড়ে দেন বিরাট কোহলি। ব্যাট করতে নেমে প্রথম বলেই প্রায় আউট হয়ে গিয়েছিলেন। কোনওমতে রক্ষা পেলেও সেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে যান তিনি।

স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে ৯৮ বলে মাত্র ৪০ রান করেন ঋষভ পন্থ। একাধিকবার অজি পেসারদের বলে আঘাত পান তিনি। তা সত্ত্বেও ইনিংস গড়ার চেষ্টা করেছিলেন। তবু শেষরক্ষা হয়নি। ২৬ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। ১৪ রান এসেছে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। তবে ভারতের ইনিংসের রান ১৫০ গণ্ডি পার করেন অধিনায়ক বুমরাহ নিজে। মাত্র ১৭ বলে ২২ রান করেন। তিনটি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কাও আসে তাঁর ব্যাট থেকে। বুমরাহ ম্যাজিকেই ১৮৫ পর্যন্ত পৌঁছয় ভারতের প্রথম ইনিংসের রান। ভারতের রান তাড়া করতে নেমে প্রথম দিনের শেষে অজিরা ৯ রান তুলেছে এক উইকেট খুইয়ে। দিনের শেষ বলে উসমান খোয়াজাকে আউট করেছেন বুমরাহ। 

Leave a Reply